সমকালীন প্রতিবেদন : প্লে-অফের মুখে দাঁড়িয়ে থাকা আইপিএল-এর হাড্ডাহাড্ডি লড়াই এখন বেশ উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা। কেকেআর ইতিমধ্যে কোয়ালিফাই করেছে প্লে-অফের জন্য। কিন্তু এর মাঝেই আইপিএল নিয়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। তার কারণ হলেন, লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
সম্প্রতি, একটি ম্যাচে তাঁর আচরণ নিয়ে চলছে বিতর্ক। কারণ, ম্যাচ হেরে যাওয়ার পর মানসিকভাবে বিধ্বস্ত ক্যাপ্টেন ও কোচকে প্রকাশ্যেই তুলোধনা করতে দেখা যায় তাঁকে। যা ভারতীয় ক্রিকেটে প্রবল বিতর্কের পরিস্থিতি তৈরি করেছে।
ভারতীয় দলের একজন ক্রিকেটারের বিরুদ্ধে প্রকাশ্যে এমন আচরণ নিয়ে চারিদিকে ক্ষোভ চোখে পড়ছে। অনেকে আবার উদাহরণ দিচ্ছেন শাহরুখ খানের। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার কীভাবে প্লেয়ারদের খারাপ সময়েও পাশে থাকেন, সেই উদাহরণও টানা হচ্ছে।
খুব বেশি আগের কথা নয়। এ মরসুমে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জায়গায় থেকেও হেরেছিল কলকাতা। ম্যাচ শেষে প্লেয়ারদের পাশে ছিলেন কিং খান। রাজস্থান প্লেয়ারদেরও বুকে টেনে নেন। তাঁর আচরণ মন জিতেছে সকলেরই।
কর্ণধার হিসেবে শাহরুখ খান কেমন, এবার অন্দরের কথা জানালেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে কলকাতা নাইট রাইডার্স দলের স্পিনার বরুণ চক্রবর্তী কেকেআর কর্ণধার শাহরুখ খানকে নিয়ে বলেন, ‘পঞ্জাবের বিরুদ্ধে ২৬০ করার পরও আমরা হেরে গেছিলাম।'
'মনে আছে, ড্রেসিংরুমে এসে শাহরুখ আমাদের বলেছিলেন- এটা হতেই পারে। ক্রিকেট অনেক পরিবর্তন হচ্ছে। আধুনিক হচ্ছে অনেক। পরের ম্যাচে তোমরা ঘুরে দাঁড়াও। কখনো ভেঙে পড়ো না। আমি এমনই একজন কর্ণধারকে দেখেছি যে সবসময় দলের পাশে থাকে। রেজাল্ট যাই হোক না কেন। আমি দীর্ঘদিন ধরে কেকেআরে খেলছি।’
অর্থাৎ, একথা সত্যিই যে শাহরুখ খান মোটেই সঞ্জীব গোয়েঙ্কার মতো বদমেজাজি নন। উপরন্তু দলের খারাপ সময়ে তিনি দলের পাশেই থাকেন। তাই হয়তো গোটা বিশ্বে এক সুপারস্টার হতে পেরেছেন কিং খান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন