Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১২ মে, ২০২৪

বাগদায় ভোটপ্রচারে এসে মতুয়াদের মন পাওয়ার চেষ্টা অভিষেকের

 ‌

Avishek-Banerjee

সমকালীন প্রতিবেদন : ‌'কেন্দ্রে বিজেপি সরকারের আমলে গ্যাস থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুর দাম আকাশছোঁয়া হয়েছে। আবার ক্ষমতায় এলে গ্যাসের দাম ২৯০০ টাকা হবে। আর ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বাংলার মানুষ চালিকাশক্তি হবে। দেশ জুড়ে ৫০ কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা দেওয়া হবে, দরিদ্র পরিবারকে বিনামূল্যে বছরে ১০টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।'


‌রবিবার হেলেঞ্চা হাইস্কুলের মাঠে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে ভোটপ্রচারে এসে এমনই প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী বিশ্বজিৎ দাস, সাংসদ মমতাবালা ঠাকুর, বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, আইএনটিটিইউসির জেলা সভাপতি নারায়ণ ঘোষ, পুরপ্রধান গোপাল শেঠ সহ অন্যান্যরা

এদিন বিকেলে হরিচাঁদ–গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে বক্তব্য শুরু করেন অভিষেক। তিনি বলেন, '৫ বছর আগে প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করে মতুয়ারা অনেক আশা নিয়ে নি:‌শর্ত নাগরিকত্ব পাবেন বলে বিজেপিকে ভুল করে ভোট দিয়েছিলেন। কিন্তু তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাই বিজেপির খেলা বনগাঁয় শেষ।'‌

এদিন একটি অডিও ক্লিপিং শুনিয়ে অভিষেক বলেন, 'কোচবিহারের এক মহিলা বিজেপি নেত্রী প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আমরা ক্ষমতায় এসে আগামী তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো।' সেই বক্তব্যকে চ্যালেঞ্জ করে অভিষেক এদিন বলেন, 'আমরা বুক দিয়ে আগলে রাখবো। রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই এই প্রকল্প বন্ধ করার।'‌‌

অভিষেক এদিন দাবি করেন, 'সিএএর হাত ধরেই অসমের মতো বিজেপি এই রাজ্যেও এনআরসি চালু করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যদি বুকের পাটা থাকে, তাহলে ঘোষণা করুন যে, মতুয়াদের নি:‌শর্ত নাগরিকত্ব দেবো এবং সিএএ হবে কিন্তু এনআরসি হবে না। এই প্রতিশ্রুতি পালন করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো।'

গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির জন্য বিজেপিকে দায়ী করে অভিষেক এদিন বলেন, 'তিন মাস ধরে রাস্তায় ঘুরছি। মানুষ বিজেপির প্রতি বিতশ্রদ্ধ। তাই বিজেপির পতন এখন শুধু সময়ের অপেক্ষা। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে গরিবদের বিনামূল্যে ১০টি করে গ্যাস এবং ৫০ কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে।'‌

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিশ্বজিৎ দাসকে বাগদার বিধায়ক হিসেবে ইস্তফা দিতে হয়েছে। এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেকথা মনে করিয়ে দিয়ে এদিন অভিষেক ব্যানার্জী বলেন, '‌জুলাই মাসের প্রথম সপ্তাহে আমি আবার বাগদায় আসবো। গোপন ব্যালটের মাধ্যমে ৫০ হাজার মানুষের মত নিয়ে এই কেন্দ্রের প্রার্থী ঠিক করা হবে।'





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন