Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২০ মে, ২০২৪

প্রথমবার ভোট দিয়েই অভিভূত অক্ষয় কুমার, দিলেন দেশের উন্নতির বার্তাও

 ‌

Akshay-Kumar

সমকালীন প্রতিবেদন : ‌‌ঘুচলো ‘কানাডিয়ান কুমারের’ তকমা, এবার সম্পূর্ণরূপে একজন ভারতীয় নাগরিক হলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। গত বছর ভারতের নাগরিকত্ব পাওয়ার পর এই প্রথমবার একজন ভারতীয় হয়ে ভোটদান করলেন অক্ষয় কুমার। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে সেরে নিলেন একজন স্বাধীন নাগরিকের কাজটা।

২০ মে পঞ্চম দফার নির্বাচনে মুম্বাইয়েও চলছে ভোটদান পর্বের কাজ। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে চলছে ভোটারদের ভোটদান পর্ব। এরই মধ্যে এক ভোট কেন্দ্রে দেখা গেল বলি অভিনেতা অক্ষয় কুমারকে। এদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সাড়ে ৬টা নাগাদ একেবারে খাকি পোশাকেই পৌঁছে গিয়েছিলেন ভোট কেন্দ্রে। 

সদ্য অর্থাৎ ২০২৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর প্রথমবার একজন ভারতীয় হিসাবে নিজের গণতান্ত্রিক মতামত ভোটবাক্সে প্রদান করলেন অক্ষয় কুমার। স্বাভাবিকভাবেই এদিন একটু বেশি আপ্লুত ছিলেন তিনি। তাঁর শরীরি ভাষা এমনটাই জানান দিচ্ছিল।

প্রথমবার ভারতীয় হিসেবে ভোট দিয়ে খিলাড়ি কুমার বলেন, ‘এটা একটা দারুণ অভিজ্ঞতা হল। আমি চাইব আমার দেশের আরও উন্নতি হোক। সবদিক থেকে দেশ আরও শক্তিশালী হয়ে উঠুক। এসব মাথায় রেখেই আমার ভোট দেওয়া।' 

'আর জনগণ যাকে সঠিক মনে করবেন, তাঁরা যেন তাঁকেই ভোট দেন। এবার মনে হচ্ছে, অনেক ভোটার ভোট দিতে এসেছেন। আমি সকাল সাড়ে ৬ টা নাগাদ আসি, আর তখন দেখি প্রায় ৫০০-৬০০ মানুষ এখানে চলে এসেছেন। তখন সবে পোলিং বুথ খুলেছে।'

প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডে দীর্ঘদিন ধরে অভিনয় করলেও, ৯০র দশকের গোড়ার দিকে চলচ্চিত্র দুনিয়ায় সাফল্য না আসায়, এক বন্ধুর পরামর্শ মতো কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন অক্ষয় কুমার। 

তারপর বলিউডে তাঁর ভাগ্য ফিরলেও, ‘কানাডিয়ান কুমার’ তকমা লেগে গিয়েছিল তাঁর নামের পাশে। তবে ২০২৩ সালের ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন ভারতের নাগরিকত্ব পেয়ে নিজের নামের পাশ থেকে ‘কানাডিয়ান কুমার’এর তকমা দূর করেন অক্ষয় কুমার।‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন