Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মুষড়ে পড়া কেকেআর দলকে নতুন বার্তা দিলেন কিং খান

 

Team-KKR

সমকালীন প্রতিবেদন : দল ২২৩ রান তুলেও হেরেছে। জয়ের সরণিতে থাকা কলকাতা নাইট রাইডার্সকে ইডেনের মাটিতেই হারের জ্বালা সহ্য করতে হয়েছে জস বাটলারের জন্য। এমন হারের পর যে কোনও দলেরই কাঁধ ঝুঁকে যাওয়া স্বাভাবিক। 

কিন্তু সেই দলের মালিক যদি শাহরুখ খান হন, তা হলে তো তিনি দলকে দমে যেতে দেবেন না। ‘চক দে ইন্ডিয়া’র কবীর খানকে বাস্তবে দেখা গেল নাইটদের সাজঘরে। মেন্টর গম্ভীরকে, ক্যাপ্টেন শ্রেয়স, সুপারস্টার নারিন, রাসেল ও রিঙ্কুদের দিলেন লড়াই চালিয়ে যাওয়ার বার্তা। 

সিনেমার শাহরুখের এমন বাস্তব রূপের ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা যেন নতুন করে কবীর খানকে খুঁজে পাচ্ছেন বলিউড বাদশার মধ্যে। 

এই ভিডিওতে কিং খান বলেন, 'সত্যি কথা বলতে কী, আমরা অত্যন্ত ভালো খেলেছি। আমাদের জন্য গর্বের দিন বলাই যায়। আমি আলাদা করে কাউকে কিছু বলছি না। গৌতম হতাশ হওয়ার কিছু হয়নি। আমরা ঠিক ঘুরে দাঁড়াবো।' 

এছাড়াও, যে সুনীল নারিন ওইদিন ইডেনে ঝড় তুলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তাঁকে শাহরুখ বলেন, 'ঈশ্বরের পরিকল্পনা আজ এরকমই হয়তো ছিল, যেমনটা রিঙ্কু বলল। ঈশ্বর আমাদের জন্য আরও ভালো পরিকল্পনা করে রেখেছেন নিশ্চয়। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। প্রত্যেককে ধন্যবাদ জানাই। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে সবার সঙ্গে।' 

আর শেষমেষ কবীর খানের ভঙ্গিমায় মুষড়ে পড়া নাইটদের পুনরুজ্জীবিত করতে বাদশা বললেন, 'জীবনে এমন কিছু কিছু দিন আসে, যেদিন মনে হয় আমরা জেতার যোগ্য ছিলাম না। আবার এমনও সময় আসে, যেদিন মনে হয় ম্যাচটা কোনওভাবেই আমাদের হারার কথা ছিল না।' 

বললেন, '‌আমরা প্রত্যেকেই দুর্দান্ত খেলেছি। আমাদের নিজেদের উপরই গর্বিত হওয়া উচিত। কেউ দুঃখ পেও না। ভেঙেও পড়ো না। আমরা ভালো জায়গায় রয়েছি, আমাদের মানসিকতাও ঠিক জায়গাতেই রয়েছে। এভাবেই এগিয়ে চলো। এনার্জিটাই আসল ব্যাপার।'‌ 

তিনি বলেন, '‌মাঠেও আমাদের শরীরী ভাষায় এনার্জি দেখা গিয়েছে। দলের প্রত্যেকের মধ্যে দারুণ বন্ধন লক্ষ্য করছি। এভাবেই এগিয়ে চলো। অল দ্য বেস্ট।'‌ আর এভাবেই তিনি দেখিয়ে দিলেন যে শুধু স্টেডিয়ামে নয়, দলের অন্দরেও বড় ভূমিকা রয়েছে তাঁর নিজের।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন