Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

রামনবমী উপলক্ষ্যে বনগাঁয় তৃণমূলের মিছিল, কটাক্ষ বিজেপির

Ram-Navami

সমকালীন প্রতিবেদন : রামনবমী উপলক্ষ্যে রাজ্য তথা দেশজুড়ে মিছিল বের হলো। শুধু বিজেপি নয়, তৃণমূলের পক্ষ থেকেও এই মিছিল বের হল বুধবার। বাদ গেল না বনগাঁও। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জী, জেলা সভাপতি নারায়ণ ঘোষ, তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা।

এদিন শুরুতে বনগাঁর নিউ মার্কেট এলাকায় রামের পুজো দেওয়া হয়। আর তারপর মিছিল বের হয়। মিছিলটি নিউ মার্কেট এলাকা থেকে শুরু হয়ে বাটা মোড়, মতিগঞ্জ হয়ে ত্রিকোণ পার্কে শেষ হয়। বর্ণাঢ্য এই মিছিলে মহিলা ঢাকি, আদিবাসী মহিলা সহ বিভিন্নস্তরের তৃণমূল নেতা, কর্মী উপস্থিত ছিলেন।

এব্যাপারে বিশ্বজিৎ দাস বলেন, 'রাম কারোর পৈত্রিক সম্পত্তি নয়। আমরা যারা সনাতন ধর্মের মানুষ, তারা রামকে আগাগোড়া ভগবান হিসেবে পুজো করে আসছি। তাই এরমধ্যে আলাদা করে কারোর বাহাদুরি দেখানোর বিষয় নেই।' 

ঋতব্রত ব্যানার্জী বলেন, 'ধর্ম যার যার, উৎসব সবার, একথা রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন। আর এই রামনবমী পালন শুধুমাত্র একটি রাজনৈতিক দলের অধিকার, এমনটা নয়। বনগাঁ সংস্কৃতির জায়গা। তাই এখানে রামনবমী শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।'‌

যদিও তৃণমূলের এই রামনবমী পালনকে কটাক্ষ করেছে বিজেপি। দলের জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন, 'ঠেলায় না পরলে বেড়াল গাছে ওঠে না, এমন একটা কথা চালু আছে। তৃণমূলের এখন সেই অবস্থা। কিন্তু তাতে লাভ হবে না। ভোটে মানুষ এর জবাব দিয়ে দেবে।'‌












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন