সমকালীন প্রতিবেদন : এবারের আইপিএল-এর শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুটি ম্যাচ জিতে এখন প্রবল আত্মবিশ্বাসী নাইটরা। তবে সব ম্যাচ জিতেও শীর্ষস্থান পাচ্ছিল না গম্ভীরের দল। কিন্তু শেষমেষ সেই শিরোপা উঠলো নাইটদের মুকুটে।
রবিবার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর তাতেই পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে। এছাড়াও, নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়েছিল কেকেআর।
কেকেআর ২০২৪ আইপিএল মরশুমের প্রথম দুই ম্যাচেই জিতে চার পয়েন্ট সংগ্রহ করেছে। কেকেআর-এর নেট রানরেট এখন +১.০৪৭। এদিকে, চেন্নাই সুপার কিংস রবিবার দিল্লির কাছে হেরে পয়েন্ট টেবলের দুইয়ে নেমে গেল। ২০ রানে হারের ফলে নেট রানরেটে পিছিয়ে পড়ল তারা।
এছাড়াও, আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালসও। লিগের ২ ম্যাচের দু'টিতেই জিতে এখন ৪ পয়েন্ট রাজস্থান রয়্যালসের। তবে নেট রানরেটে কিছুটা পিছিয়ে থাকায় তিনে রয়েছে তারা।
চারে গুজরাট টাইটান্স, পাঁচে সানরাইজার্স হায়দ্রাবাদ, ছয়ে লখনৌ সুপারজায়ান্টস, সাতে দিল্লি ক্যাপিট্যালস, আটে পঞ্জাব কিংস, নয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দশে মুম্বই ইন্ডিয়ান্স। তাই শীর্ষে থাকা নাইটরা এখন সবাইকে পিছনে ফেলে চূড়ান্ত আত্মবিশ্বাসী।
আইপিএলে নিজেদের পরের ম্যাচ দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। আগামী ৩ এপ্রিল এই ম্যাচ হবে ভাইজ্যাগে। এই ম্যাচে সবার নজর থাকবে মিচেল স্টার্কের দিকে। এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ২ ম্যাচে ৮ ওভার বল করে ১০০ রান হজম করলেও কোনও উইকেট পাননি স্টার্ক।
তবে স্টার্কের অভাব বুঝতে দেননি রাসেল, হর্ষিত রানারা। এদিকে, ব্যাট হাতেও চূড়ান্ত সফল দলের টপ অর্ডার। মিডল অর্ডারে তো ফিনিশার রিঙ্কু রয়েছেই। তাই সব মিলিয়ে এখন নাইটদের আইপিএল সফর দারুণভাবে সফল হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন