সমকালীন প্রতিবেদন : এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিংয়ের ঝলক সব ম্যাচেই দেখা গেছে। কিন্তু এখনো পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি নাইটদের বোলাররা।
দেশীয় বোলাররা সফল হলেও এখনো পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক, যাকে প্রায় ২৫ কোটি টাকার বিখ্যাত দাম দিয়ে কিনেছে নাইটরা।
কিন্তু স্টার্কের ঝলক কোথায়? রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ইডেনের ম্যাচে শেষ ওভারে ২১ রান বাকি থাকার পরেও মাত্র ১ রানে জিতেছে নাইটরা। শেষ ওভারে করণ শর্মা স্টার্ককে এক ওভারে তিন তিনটে ছয় মেরে খেলা ঘুরিয়ে দেন।
অভিজ্ঞ স্টার্ক এদিনের ম্যাচে ৩ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট নেন। স্টার্কের এহেন বোলিংই মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কেকেআর-এর। স্টার্কের বিকল্পও রয়েছে কলকাতা দলে। অভিজ্ঞদের মত অনুযায়ী, আগামী ম্যাচে আর সুযোগ দেওয়া হবে না মিচেল স্টার্ককে।
ওদিকে, কলকাতা দলের আরো এক অলরাউন্ডার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি হলেন, ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ অলরাউন্ডার হলেও তাঁকে বল হাতে বেশি দেখা যায় না।
আইয়ার এবছর ৭ টি ম্যাচ খেলে মাত্র ৮৯ রান করতে পেরেছেন। তাঁর মধ্যে একটি অর্ধশতরানও রয়েছে। কিন্তু ওই একটি ম্যাচ ছাড়া ভেঙ্কি তেমনভাবে কোনও প্রভাব ফেলতে পারেননি।
তাই ধরে নেওয়া হচ্ছে যে, আগামী ম্যাচে ভেঙ্কিকেও বাদ দিতে পারে কলকাতা।যদিও সোমবার এক অনুষ্ঠানে স্টার্কের পাশে দাঁড়িয়েছেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। জানিয়েছেন, টাকা দিয়ে স্টার্কের প্রতিভা বিচার করা যায় না।
বেঙ্কি বলেছেন, 'স্টার্ক মহাতারকা। দারুণ ক্রিকেটার। আমরা ওর পিছনে বিনিয়োগ করা টাকার অঙ্ক কখনও দেখি না। আমাদের মনে হয়েছে, স্টার্কের মতো বোলার দলে এলে অনেক লাভ হবে। সেটা হয়েছেও। দলে ওর উপস্থিতি অন্য বৈচিত্র এনে দিয়েছে।'
তাই আগামী ম্যাচে কেকেআর কাকে খেলাবে, সেটাই এখন দেখার। কারণ, এখন দলের লক্ষ্য একটাই, প্লে-অফে নিশ্চিত জায়গা পাওয়া। সেটাই এখন পাখির চোখ করছেন গৌতম গম্ভীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন