Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

ইছামতীর পাড়ে বর্ষবরণে বনগাঁর ডায়মন্ড ক্লাব

 ‌

সমকালীন প্রতিবেদন : ‌বাংলা ১৪৩০ সালকে বিদায় জানিয়ে নতুন সূর্যোদয় হল ১৪৩১ সালের। আর এই নতুন সকালকে রঙিনভাবে স্বাগত জানালো বনগাঁর ডায়মন্ড ক্লাব। এই নিয়ে পর পর ৪ বার। নানা কর্মসূচির মাধ্যমে বর্ষবরণের আয়োজন হল।

প্রতিবারের মতো এবারেও বসাকপাড়ায় ইছামতী নদীর পাড়ে এই বর্ষবরণ ১৪৩১ এর আয়োজন হয়েছিল। এদিন সকালে ক্লাবের মহিলা সদস্যাদের হাত ধরে ইছামতী বরণ এবং মঙ্গলদীপ স্থাপন করা হয়। এরপর স্বাগত ভাষণ দেন ক্লাব সভাপতি তপন দে কর্মকার।

অনুষ্ঠান মঞ্চে এরপর থেকে একে একে আবৃত্তি, গান, নাচ, যন্ত্রসঙ্গীত ইত্যাদি উপস্থাপিত হয়। বাংলা নববর্ষের তাৎপর্য বিষয়ের উপর বক্তব্যও রাখেন কয়েকজন। 

অনুষ্ঠানের পাশাপাশি এবছরও বাঙালীর ঐতিহ্যবাহী পান্তা ভাত, সঙ্গে আলুভাতে মাখা, ডালবড়া, জিলিপি, পেঁয়াজ, কাঁচালঙ্কার উপস্থিতি এই অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দেয়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন