সমকালীন প্রতিবেদন : শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায় শ্রুতি-নীড় বাচিক সংস্থার পক্ষ থেকে পঞ্চকন্যার এক অনবদ্য অনুষ্ঠান হয়ে গেল বনগাঁর নীলদর্পণ অডিটোরিয়ামে। শ্রুতি-নীড় বাচিক সংস্থার কর্ণধার সমীর চক্রবর্তীর সার্বিক পরিচালনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমুমী চক্রবর্তী সহ বনগাঁর বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাউন্সিলরের হাত ধরেই অনুষ্ঠানের সূচনা হয়।
পঞ্চকন্যা প্রিয়া চক্রবর্তী, শর্মিলা মিত্র বসু, প্রিয়াঙ্কা কর্মকার, সুস্মিতা সেন হালদার, তুলি পাল ভট্টাচার্য্য ব্যতিত এই অনুষ্ঠানে সূত্রধরের কাজ করেন মৌসুমী চৌধুরী ও মিতালী দাস বনিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন