Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বনগাঁয় তৃণমূলের কর্মীসভায় স্থানীয় নেতা, কর্মীদের উদ্দেশ্যে সাবধানবানী

 

Trinamool-Workers-Meeting

সমকালীন প্রতিবেদন :‌ লোকসভা নির্বাচনে আগের নিবার্চনের তুলনায় ফল খারাপ হলে এলাকার নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারী দিয়ে গেলেন সেচমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। যদিও তাঁর আশা, ফল ভালোই হবে।

লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে। ২০ মে পঞ্চম দফা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোট। হাতে সময় দুমাস। আর এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে চাইছে তৃণমূলের জেলা নেতৃত্ব। 

এই লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের জয় নিশ্চিত করতে সোমবার বনগাঁর গান্ধীপল্লী এলাকার সাহেববাড়ি মাঠে একটি কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তের নেতা, কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিনের কর্মীসভায় মতুয়া সম্প্রদায়ের মানুষের একটি দল কাসর, ডঙ্কা নিয়ে হাজির ছিলেন। প্রার্থী বিশ্বজিৎ দাস সেই ডঙ্কা বাজাতে শুরু করেন। সভায় সিএএ বিরোধী স্লোগান তোলা হয়। সিএএ কে কেন্দ্রের ভাওতাবাজি বলে আক্ষায়িত করা হয়।

এদিনের সভায় উপস্থিত দলের নেতা, কর্মীদের উদ্দেশ্যে পার্থ ভৌমিক বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে দল কেমন ফল কেরেছে, তার হিসেব রয়েছে। লোকসভা ভোটে কেন ফল করবে, তাও দলের কাছে থাকবে। তুলনা করে যদি দেখা যায় যে, কন বুথে আগের তুলনায় খারাপ হযেছে, তাহলে সেই এলাকার স্থানীয় নেতৃত্বকে এব্যাপারে দলের কাছে উত্তর দিতে হবে।'‌

সভাধিপতি নারায়ণ গোস্বামী তাঁর বক্তব্যে বলেন, '‌লোকসভা নির্বাচনে জয়লাভের জন্য মমতা ব্যানার্জী দলের কর্মীদের হাতে রাজনৈতিক অস্ত্র দিয়ে রেখেছেন। আর তা হল উন্নয়ন। আর এই উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরতে পারলেই জয় নিশ্চিত।'

দলের পক্ষ থেকে এদিন বার বার নির্দেশ দেওয়া হয় যে, 'একজন ভোটারের বাড়িতে একবার নয়, ৪ দিন ৪ বার যান। আর সেখানে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন। পাশাপাশি কেন্দ্র সরকারের মিথ্যাচারের কথাও তুলে ধরুন।'‌

বিশ্বজিৎ দাস তার বক্তব্যে বলেন, 'ইছামতী নদী সংস্কারের নামে শান্তনু ঠাকুর সরকারি অর্থ নয়ছয় করেছেন। সিএএ এর নাম করে বছরের পর বছর মতুয়াদের ভাওতা দিচ্ছে কেন্দ্র সরকার। আর তার সঙ্গী শান্তনু ঠাকুর। এর জবাব এবার মতুয়ারা দেবেন।'‌ 

প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী, তথা বিধায়ক পার্থ ভৌমিক, জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী, সহ সভাধিপতি বীনা মন্ডল, বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ, গোবরডাঙার পুরপ্রধান শঙ্কর দত্ত, আইএনটিটিইউসির জেলা সভাপতি নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন