Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৩ মার্চ, ২০২৪

গোবরডাঙায় ৪ দিনের 'আনন্দ ধারা'‌ উৎসব

 ‌

Theater-Festival

সমকালীন প্রতিবেদন : 'মুকুলিকা' গানের স্কুলের উদ্যোগে গোবরডাঙায় শুরু হল নাট্য উৎসব। '‌আনন্দধারা' নাম এই উৎসবের সূচনা হল শুক্রবার। উপস্থিত ছিলেন সমাজের নানাস্তরের বিশিষ্টজনেরা।

প্রায় ৪৫ বছর ধরে সঙ্গীত শিক্ষার কাজ চালিয়ে যাচ্ছে এই সংস্থা। পাশাপাশি, শ্রুতিনাটক, মঞ্চনাটক শেকানো, চর্চা, অনু্ষ্ঠান উপস্তাপনার কাজও চলছে। আস্তিক–অনিমা পরিচালিত এই সংস্থার উদ্যোগে এবছর ৪ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মধুসুদনকাটি সমবায় সমিতি এবং মেদিয়া ছাত্র কল্যান সমিতির রবীন্দ্র মঞ্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি নাটক। পাশাপাশি থাকছে সেমিনার, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠানও। 

৪ দিনের এই উৎসবে যে নাটকগুলি মঞ্চস্ত হচ্ছে, সেগুলি হল– যৌতুক, বেঁচে থাকো মানবতা, গল্পকথা, অথ: ‌দাঁড় পাল কথা (এটি উদ্যোক্তা সংস্থা নির্দেশিত)‌, জলে জঙ্গলে রূপকথা, আমি তো সেই মেয়ে, ভীষ্মের শরশয্যা, যুযুধান এবং দর্পন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন