Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৪ মার্চ, ২০২৪

'‌‌জনগর্জন' কর্মসূচি সফল করতে বনগাঁয় তৃণমূলের মিছিলে ঘট হাতে মহিলারা

 ‌

TMC-michil

সমকালীন প্রতিবেদন : ব্রিগেডে তৃণমূলের '‌‌জনগর্জন' কর্মসূচি সফল করতে এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে বড় আকারে মিছিল হল বনগাঁ শহরে। এই মিছিলেন উদ্যোক্তা আইএনটিটিইউসির বনগাঁ সাংগঠনিক জেলা।  

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা দ্বিগুন করেছেন। সেই কারণে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে সোমবার আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন বহু মহিলা।

এদিন সকাল দশটা নাগাদ বনগাঁর ত্রিকোন পার্ক থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে লক্ষ্মীর ঘট হাতে নিয়ে উপস্থিত ছিলেন কয়েক হাজার মহিলা। ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত ভট্টাচার্য, জেলা সভাপতি নারায়ণ ঘোষ, তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা।  

মিছিলটি শহর পরিক্রমা করে বনগাঁ স্টেশন সংলগ্ন পর্যন্ত মাঠে শেষ হয়।আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জী জানিয়েছেন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ব্রিগেডে '‌জনগর্জন' কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তার সমর্থনেই এই মিছিল।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন