সমকালীন প্রতিবেদন : হাতে রয়েছে কয়েকটা দিন। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে বড় টুর্নামেন্ট, আইপিএল। তাই এই টুর্নামেন্টের দিকে নজর রাখে গোটা বিশ্ব। আর শুরুতেই তো রয়েছে নজরকাড়া ম্যাচ। উদ্বোধনী ম্যাচে কোহলির মুখোমুখি ধোনি। ভারতের দুই প্রাক্তন অধিনায়ক খেলবেন প্রতিদ্বন্দ্বী হয়ে।
কারণ, আগামী ২২ তারিখ ধোনির চেন্নাই সুপার কিংস খেলবে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে। তবে সেই ম্যাচের আগেই নতুন উদ্দীপনা ঢেলে দিয়েছেন দুজন। দুজনেই এবার নতুন লুকে খেলবেন আইপিএল। কিভাবে?
কিছুদিন আগেই চেন্নাই দলের প্র্যাকটিসের সময় ধোনিকে দেখা যায় পুরনো চেহারায়। যা তাঁর অনেক সতীর্থকেও কিছুটা বিস্মিত করেছে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের সময় বড় চুল ছিল ধোনির। আর সেই লুক ফিরিয়ে এনেছেন মাহি।
ততটা না হলেও ধোনির চুল আবার প্রায় ঘাড় ছুঁই ছুঁই। অনেকটা তরুণ ধোনির ছোঁয়া। শুধু কি তাই? নেটে ব্যাট হাতেও দেখা যায় পুরনো ধোনিকে। প্রথম দু’একটা বল দেখে খেলার পর হাত খুললেন। নেটে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে।
ফিট ফিনিশার ধোনির অনুশীলনের ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে সেই সঙ্গে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে, এবার হয়তো শেষ আইপিএল খেলতে চলেছেন ক্যাপ্টেন কুল। তবে সেটা এখন জল্পনামাত্র। এবার আসা যাক বিরাটের কথায়।
সম্প্রতি এক্কেবারে নতুন লুকে, নতুন অবতারে ধরা দিলেন বিরাট কোহলি। তাঁর হেয়ারস্টাইল, ভ্রুর কাট দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। বলা ভালো, বিরাটের এই নতুন লুকে মজে রয়েছে গোটা নেটপাড়া। বাবা হওয়ার পরও এটা তাঁর প্রথম নতুন লুক বা হেয়ারস্টাইল।
তাঁর স্টাইলিস্ট জানিয়েছেন, ব্যাট বল হাতে মাঠ কাঁপানোর আগে বিরাট তাঁর লুক বদলেছেন। কোহলি এতদিন ধরে বেঙ্গালুরু দলের হয়ে খেলছেন, অথচ কাপ এনে দিতে পারেননি।
নতুন লুকে কি তাঁর কাপ ভাগ্য বদলাবে? যদিও নেট প্র্যাকটিসের সময় তাঁকে বেশ চনমনে লেগেছে। এখন দেখার, আইপিএলের এবারের আসরে কোহলির নতুন লুক তাঁর ভাগ্য কতটা সুপ্রসন্ন করতে পারে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন