Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বিবাহ বিচ্ছেদের পরেও স্বামীর পদবী ব্যবহার করেন এই অভিনেত্রী

 

Husband-title

সমকালীন প্রতিবেদন : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান। টলিউড ও ঢালিউডের গণ্ডি পেরিয়ে আপাতত নাম লিখিয়েছেন বলিউডেও। দীর্ঘ ২৭ বছর ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। নিন্দুকেরা বলে, জয়া হাসানের বয়স নাকি বাড়ে না। 

অভিনেত্রীর আসল বয়স নিয়ে বিতর্ক থাকলেও প্রায় সকলেই জানেন, বর্তমানে একাকী জীবনযাপন করেন জয়া। ২০১১ সালে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনে চির ধরলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন জয়া। 

১৯৯৮ সালে অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেছিলেন জয়া মাসুদ ভালোবেসেই ফয়সালকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পরই তাঁর নামের পাশে যুক্ত হয়েছিল স্বামীর পদবি। কিন্তু জানেন, কেন বিচ্ছেদের এত বছর বাদেও স্বামীর পদবী ব্যবহার করেন জয়া?‌ 

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন খোলামেলা না হলেও সকলেই মনে করেন, প্রাক্তন স্বামীর প্রতি শ্রদ্ধা থেকেই নিজের নামের পাশে তাঁর পদবি আজও ব্যবহার করেন জয়া। এমনকি প্রাক্তন স্বামীর প্রতি প্রকাশ্যে কোনো বিরূপ মন্তব্যও কোনোদিন করেননি তিনি। 

কিন্তু দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক শেষ করে কেন ডিভোর্স বেছে নিলেন জয়া? ফয়সালের সঙ্গে আইনি বিচ্ছেদ সম্পর্কে এক বিশ্বস্ত সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, 'উত্থান-পতন প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা যুদ্ধের মতো।' 

'সেই সময়ে আমার মানসিক ধারণাটাই পরিবর্তন হয়ে গেল। আমি পুরোপুরিভাবে কাজের দিকে দৃষ্টি ঘোরাই। সাধারণত সেই সময়ে মেয়েরা অনেক কিছু থেকেই বিচ্যুত হয়ে পড়ে। এমনকি ফোকাস থেকেও সরে যায়। কিন্তু আমার কাজ আমাকে সান্ত্বনা দিয়েছে। 

'যে কারণে আমি কাজকেই ভালোবেসেছি। আমি কখনোই কাজ থেকে দূরে সরে থাকিনি। আমি আমার এই যাত্রাকে ভালোবাসি। এর মধ্য দিয়েই মানুষ আমার প্রশংসা করেন। আমি কাজকেই সম্মান করি।'‌‌






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন