সমকালীন প্রতিবেদন : আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম সৈকত ব্যানার্জী। বাড়ি গোপালনগর থানার শিমুলিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার সাব ইন্সপেক্টর অনিমেষ ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল শিমুলিয়া গ্রামে সৈকতের বাড়িতে হানা দেয়।
আর সেখান থেকেই উদ্ধার হয় একটি দেশি পাইপগান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ। ধৃত দুষ্কৃতীকে মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হয়। ধৃত যুবক এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে জোগাড় করল, পুলিশ তা খতিয়ে দেখছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। আর সেই অভিযানেই গোপালনগর থেকে উদ্ধার হল এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন