সমকালীন প্রতিবেদন : বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক চালকের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার যশোর রোডের ১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ মজুমদার (৫২)। বাড়ি বনগাঁ পুরসভার ফুলতলা কলোনী এলাকায়। পরিবারের লোকেরা জানিয়েছেন, বিশ্বনাথবাবু পেশায় গ্রামীন চিকিৎসক। তাঁর স্ত্রী চাঁদা রায়পুর এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
অন্যান্য দিনের মতো এদিনও বিশ্বনাথবাবু তাঁর বাইকে করে স্ত্রীকে স্কুলে পৌঁছে দিয়ে বনগাঁয় ফিরছিলেন। ১ নম্বর রেলগেট এলাকায় আসার পর একটি ট্রাকের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যান।
এরপরই একটি চলন্ত ট্রাকের নিচে তাঁর মাথা ঢুকে গেলে ট্রাকের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। মাথায় হেলমেট থাকলেও রক্ষা পান নি তিনি। ট্রাকের চাকায় হেলমেট গুড়িয়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন