Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বাল্যবন্ধুর সঙ্গে সাত পাকে বাঁধা প‌ড়ার পর সেই বিয়ে ভেঙে গেছে অভিনেত্রী শোলাঙ্কির

 

Actress-Sholanki

সমকালীন প্রতিবেদন : টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। স্টার জলসার 'ইচ্ছে‌নদী' ধারাবাহিকের মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তা লাভ করেন শোলাঙ্কি। এরপর 'প্রথমা কাদম্বিনী', 'গাঁটছড়া'‌র মতো ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছেন অভিনেত্রী। 

ছোট পর্দার পাশপাশি কাজ করেছেন ওয়েব সিরিজ ও সিনেমাতেও। সর্বদা নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করতেন অভিনেত্রী। ২০১৮ সালে বাল্যবন্ধু শাক্য বসুর সঙ্গে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী। 

এমনকি বরের সঙ্গে পাড়ি দিয়েছিলেন নিউজিল্যান্ডেও। কিন্তু কিছু বছর বাদে দেশে ফিরে আসার পর  নিউজিল্যান্ডে যাতায়াত কমিয়ে দেন তিনি। বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, একসঙ্গে নাকি থাকেন না শাক্য ও শোলাঙ্কি। 

তবে সেই বিষয়ে এতোদিন রীতিমতো মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। তাঁর তরফে কোনো কথাকেই মান্যতা দেওয়া হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রথম নিজের ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানিয়েছেন, ২০২৩ সালেই আইনত বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁদের। 

সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'হ্যাঁ আমি ডিভোর্সি। এটা আলোচনা করার মতো বিষয় নয়। আমি কোনওদিনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি। প্রেম, বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতে ভালোবাসি। এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা হচ্ছে।' 

'‌তাই স্পষ্ট করে বলতে চাই, আমার প্রাক্তন স্বামী থেকে আমি এখন আইনত আলাদা। খুব শান্তিপূর্ণভাবে আমাদের বিচ্ছেদ হয়েছে। এটা নিয়ে খুব বেশি কথা বলতে পারব না। আমার পেশার বোঝাটা আমি ওদের উপর চাপিয়ে দিতে পারি না।'‌

নিজের কেরিয়ার কী বাধা হয়ে দাঁড়াল সুখী দাম্পত্য জীবনে! এই বিষয়েও স্পষ্ট করে অভিনেত্রী জানান, '‌আমার প্রাক্তন স্বামীর মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। ও একজন অসাধারণ মানুষ। আর এটা আমি বলার জন্য বলছি না। এটা আমি মন থেকে বিশ্বাস করি, মানি।' 

'যখন দুটো মানুষ একসঙ্গে থাকবে ভাবে, তাঁরা চায় সেটা সফল হোক। অনেক সময় দুজন মানুষ খুব ভালো হলেও তাঁরা ওই সময় একসঙ্গে থাকার জন্য ঠিক চয়েসটা নয়। সেটাই আমার মনে হয়েছে আমার ক্ষেত্রে হয়েছে।'‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন