সমকালীন প্রতিবেদন : বিশ্বের সবথেকে বড় লীগ টুর্নামেন্ট হল আইপিএল। এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকে গোটা বিশ্ব। অতীতে লোকসভা ভোটের বছরে আইপিএল দেশের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার উদাহরণ রয়েছে।
কিন্তু এ বছরের আইপিএলে সে রকম কিছু হবে না। প্রতিযোগিতা হবে দেশেই।আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই তাঁরা আইপিএলের সূচিও প্রকাশ করে দেবেন।
এবারের আইপিএলের দিনক্ষণ মোটামুটি ঠিক করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সব কিছু ঠিকঠাক থাকলে ২৩ মার্চ প্রতিযোগিতা শুরু হবে। ফাইনাল ২৬ মে। এদিকে, এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে।
এই বিশ্বকাপ শুরু হবে ১ জুন থেকে। সেই কারণেই আইপিএল এক সপ্তাহ মতো এগিয়ে আনা হচ্ছে। গত বার প্রতিযোগিতা শুরু হয়েছিল ৩১ মার্চ। ফাইনাল ছিল ২৮ মে। যদিও বৃষ্টির জন্য সে দিন খেলা হয়নি। ফাইনাল হয়েছিল পরের দিন।
তবে এবারের প্রতিযোগিতার সূচি চূড়ান্ত হবে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর। ভারতীয় বোর্ড মোটামুটি সূচি তৈরি করে ফেলেছে। নির্বাচনের দিন ঘোষণা হলে হয়ত প্রয়োজন মতো দু’-একটি ম্যাচের তারিখ বা স্থান বদলাতে পারে।
ভোটের দিন ঘোষণার ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু হলে অবশ্য আইপিএলের সূচিও আমূল বদলে যাবে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার আইপিএলের সূচি তৈরি করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১ জুন।
তা-ও আবার বিশ্বের পশ্চিম প্রান্ত ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকায়। প্রায় সব দেশের অধিকাংশ ক্রিকেটারই আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপ খেলতে যাবেন। ফলে ক্রিকেটারদের যাতায়াতের একটা ধকলও থাকছে।
সে কথা ভেবেই প্রতিযোগিতা শেষ করার সময় কিছুটা এগিয়ে আনা হচ্ছে। তাছাড়া বিভিন্ন দেশ বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলের উপরই নির্ভর করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন