সমকালীন প্রতিবেদন : ভারতের ৩১৩তম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলার বোলার আকাশদীপের। ইংল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। সাধারণত না করলেও, এক্ষেত্রে আকাশকে নিজের হাতে দলের ক্যাপ পরিয়ে দেন দলের কোচ রাহুল দ্রাবিড়।
তবে টেস্ট ক্যাপ তুলে দেওয়ার আগে বাংলার জোরে বোলারের এই সংগ্রামের কথা বলার সময় আবেগে ভাসলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ঠিক কি বললেন তিনি? টুপি তুলে দেওয়ার আগে দ্রাবিড় ছোট ভাষণে বলেন, 'আকাশ, তুমি যাত্রা শুরু করেছিলে বাড্ডি নামে একটা জায়গা থেকে।'
'যে জায়গাটা এখান থেকে মোটামুটি ২০০ কিলোমিটার দূরে। তোমার এই যাত্রায় প্রচুর কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তুমি কঠোর পরিশ্রম করেছ। জীবনে প্রচুর চড়াই-উতরাই দেখেছ। ক্রিকেট খেলার জন্য তুমি নিজেই বাড্ডি থেকে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে।'
'২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় তোমাকে অনুপ্রাণিত করেছিল। দিল্লিতে একা থাকতে। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলে। তবু তোমাকে দিল্লি থেকে কলকাতায় যেতে হয়েছিল।'
'বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করেছ। দীর্ঘ এই যাত্রা তোমাকে রাঁচীতে নিয়ে এসেছে। তোমার গ্রাম থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে। এখানে তুমি ভারতের টেস্ট ক্যাপ পাচ্ছ।'
দলের ক্যাপ পেয়ে ২৭ বছরের ক্রিকেটার বলেন, 'ভারতের হয়ে টেস্ট খেলা আমার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুব খুশি। আমার গ্রামের খুব কাছেই স্বপ্নপূরণের সুযোগ পেলাম। পরিবারের সবাই আজ এখানে উপস্থিত রয়েছে।'
'এর থেকে বেশি ভাল লাগার কিছু নেই আমার কাছে। পাশাপাশি, আমাকে একটা বড় দায়িত্বও পালন করতে হবে। দেশের জন্য সেরা পারফরম্যান্স করতে হবে।'
আর সেটাই করার চেষ্টাও করেছেন আকাশ। শুরুতেই ইংল্যান্ডের টপ-অর্ডারকে ধসিয়ে দিয়ে নিজেকে ওয়েলকাম জানিয়েছেন এই তরুণ বোলার। হয়তো তাঁর আগামী কেরিয়ার এর থেকেও সফলতর হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন