সমকালীন প্রতিবেদন : ওষুধ ফেরত চাওয়ায় রোগীর পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল বনগাঁ মহকুমা হাসপাতালের বিরুদ্ধে।হাসপাতালে দালাল চক্র সক্রিয় বলে অভিযোগ করলেন রোগীর পরিজনরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ মহকুমা হাসপাতালে।
জানা গেছে, গত শনিবার রাতে বনগাঁর জয়পুর এলাকার বাসিন্দা অশোক অধিকারী তার অসুস্থ স্ত্রীকে ভর্তি করেছিলেন বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে। অশোকবাবুর স্ত্রীর নাম মিনতি অধিকারী। বমি ও পেটে ব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর তাকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়।এব্যাপারে অশোক অধিকারী জানান, 'স্ত্রীকে ভর্তি করার পর হাসপাতাল থেকে আটটি ইনজেকশন বাইরে থেকে কিনতে বলা হয়| তা কিনেও দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে স্ত্রীর কাছ থেকে জানতে পারি, তিনটি ইনজেকশন ব্যবহার করা হয়নি।'
অশোক অধিকারীর অভিযোগ, 'ওষুধের হিসেব জানার জন্য বারবার আবেদন করলেও আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।' বিষয়টি নিয়ে অশোকবাবু হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বারুই এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বারুই বলেন, 'অপ্রয়োজনীয় ওষুধ বা ইনজেকশন চিকিৎসকেরা রোগীর আত্মীয়দের কিনতে বলেন না। অধিকাংশ ওষুধ হাসপাতাল থেকে দিয়ে দেওয়া হয়। প্রয়োজনে অর্থও দেওয়া হয়। প্রাথমিকভাবে রোগীর আত্মীয়দের অভিযোগের সত্যতার প্রমান মেলে নি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন