সমকালীন প্রতিবেদন : 'নাগরিকত্বের নামে লোক ঠকাচ্ছে বিজেপি এবং তৃণমূল| এই দুই রাজনৈতিক দল মিলে পশ্চিমবঙ্গের নাগরিকদের বে-নাগরিক করার চক্রান্ত করছে।'
বৃহস্পতিবার বিকেলে বনগাঁর বাটা মোড় এলাকায় সিপিএমের প্রকাশ্য পথসভায় এই অভিযোগ করেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী। উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্বরাও।
সুজনবাবু এদিন তাঁর বক্তব্যে অভিযোগের সুরে বলেন, 'বর্তমান রাজ্য সরকার উদ্বাস্তু মানুষকে পাট্টা দেওয়ার বদলে পাট্টা খারিজ করে দিয়েছে। নাগরিকত্বের ক্ষেত্রে কেন্দ্র সরকার অসমে এক, আর বাংলায় আর এক নীতি নিয়ে চলছে।'
২০২৪ এর লোকসভা ভোটের আগে নাগরিকত্বের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, '২০১৯-এ পারে নি, ২০২৪ এও পরবে না। আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। এটাই আমাদের অধিকার। ফলে এই নিয়ে নতুন করে কিছু করার প্রয়োজন নেই।'
সাম্প্রতিক সন্দেশখালি কান্ডে শেখ শাজাহানকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'শাহাজান ধরা পড়বে কি না, সেটা সবথেকে ভালো বলতে পারবেন মমতা ব্যানার্জী।' শেখ শাজাহানকে যে রাজ্য সরকারের পুলিশের গ্রেপ্তার করার সদিচ্ছা নেই, এদিন তারই ইঙ্গিত দেন তিনি।
আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট প্রসঙ্গে এদিন সুজনবাবু বলেন, 'কে কার সঙ্গে জোট করল বা ঘোট করল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের লড়াই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে, আর রাজ্যে তৃণমূল এবং বিজেপি– দুই দলের বিরুদ্ধে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন