সমকালীন প্রতিবেদন : গোটা দেশের সঙ্গে বনগাঁ শহরেও মঙ্গলবার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানানো হল। নানা কর্মসূচির মাধ্যমে এদিনের শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেছিল বনগাঁ পুরসভা। উপস্থিত ছিলেন পুরপ্রধান গোপাল শেঠ সহ পুরসভার কাউন্সিলরেরা।
এদিন সকালে বনগাঁ স্টেশন চত্ত্বরে থাকা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধানুষ্ঠানের সূচনা করেন পুরপ্রধান। এরপর একে এক বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপন করে। উপস্থিত ছিল জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীও (এনসিসি)।
এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন সেনাকর্মীদের উপস্থিতি। এদিন মোট ২৬ জন প্রাক্তন সেনাকর্মী উপস্থিত ছিলেন। দেশের জন্য কাজের স্বীকৃতি হিসেবে এদিন পুরসভার পক্ষ থেকে পুরপ্রধান গোপাল শেঠ তাঁদেরকে সম্মানিত করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের অনেকেই নেতাজির ব্যবহৃত বিশেষ টুপির আদলে টুপি পড়েছিলেন। নেতাজির সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছোট ছোট স্কুল পড়ুয়াদের উপহার তুলে দেন পুরপ্রধান। শেষে বিনামূল্যে বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন