Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

বাগদায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু মহিলা কংগ্রেস কর্মীর

 ‌

সমকালীন প্রতিবেদন : ‌বেশ কিছুদিন বিরতির পর ফের বনগাঁ মহকুমায় ডেঙ্গুতে মৃত্যু হল একজনের। এবার বাগদার একমহিলার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত মহিলা একজন কংগ্রেস কর্মী। এই ঘটনায় নতুন করে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম মীনাক্ষী তরফদার (‌৫৬)‌। বাড়ি বাগদা থানার রামনগর এলাকায়। মঙ্গলবার বনগাঁ মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

জানা গেছে, ওই মহিলা প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন। বাগদা এলাকায় দুবার জেলা পরিষদের আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। গত নির্বাচনেও ওই এলাকার কংগ্রেস প্রার্থী হিসেবে জেলা পরিষদের আসনে লড়াই করেছিলেন। কর্মসূত্রে তাঁর বসিরহাটে যাতায়াত ছিল।

পরিবারের সদস্যরা জানান, জ্বর এবং অন্যান্য সমস্যা নিয়ে দিন কয়েক আগে প্রথমে বাগদা গ্রামীন হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে সুস্থ হয়ে ওঠায় তিনি বাড়ি ফিরে যান। পরে ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

বনগাঁ হাসপাতালে চিকিৎসা চলার সময় রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। দ্রুত প্লেটলেট কমতে থাকে চিকিৎসকদের অনেক চেষ্টাতেও শেষরক্ষা হয় নি। ওই পরিবারের এক শিশুসন্তানের রক্তেও ডেঙ্গু পজিটিভ এসেছে। যদিও সে শারীরিকভাবে ভালো আছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন