সমকালীন প্রতিবেদন : গত মরশুম থেকেই যেন বাইশ গজে আগুন ঝরাচ্ছে রিঙ্কু সিংয়ের ব্যাট। বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যমণি হয়ে উঠেছেন তিনি। রিঙ্কু একা হাতেই যে কোনও সময় কঠিন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
এর মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে যে, আগামী আইপিএল মরশুমে রিঙ্কু নাকি কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারেন। নাইট সমর্থকদের একাংশই একথা বলতে শুরু করেছেন। কিন্তু, কেন আচমকা এমন জল্পনা?
এই নিলাম অনুষ্ঠান কলকাতা নাইট রাইডার্স কার্যত ইতিহাস তৈরি করেছে। অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে নাইটরা। কিন্তু একদিকে ফ্র্যাঞ্চাইজি যখন দু'হাত খুলে খরচ করছে, সেই জায়গায় রিঙ্কু সিংকে তারা মাত্র ৫৫ লাখ টাকায় ধরে রেখেছে।
অনেকেই মনে করছেন, কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংয়ের সঙ্গে রীতিমতো অবিচার করছে। কারণ, এমন বহু ক্রিকেটার রয়েছেন, যাঁদের পারফরম্যান্স রিঙ্কুর তুলনায় খারাপ হলেও তাঁরা এই নিলাম অনুষ্ঠানে অনেক বেশি টাকা পাচ্ছেন।
সেই জায়গায় রিঙ্কু কেন ৫৫ লাখে কলকাতা নাইট রাইডার্সে পড়ে থাকবেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ফ্যানেদের কথায় রিঙ্কু এমন একজন ক্রিকেটার, যাঁর কোটি-কোটি টাকা প্রাপ্য। পাশাপাশি, ভারতীয় ক্রিকেট দলেও তাঁকে আপাতত নিয়মিতই দেখতে পাওয়া যাচ্ছে।
কঠিন সময় মাথা ঠান্ডা রেখে কীভাবে একটা ম্যাচ বের করতে হয়, তা ইতিমধ্যেই কেকেআর ব্রিগেডের এই ক্রিকেটার প্রমাণ করে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও রিঙ্কুর বেতন এতটাই কম। তাই রিঙ্কুর দল ছাড়ার জল্পনা নেহাতই অমূলক নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন