Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

‌দেবের সঙ্গে সিনেমা করে কি অহংকারী হয়ে উঠেছেন সৌমিতৃষা?

Artist-Soumitrisha

সমকালীন প্রতিবেদন : অভিনেতা দেবের সঙ্গে 'প্রধান' ‌সিনেমাতে অভিনয় করার আগেই বিতর্কে জড়িয়ে পড়েন টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কি না সন্দেহ’। 

এরপরেই 'অহংকারী' তকমা জোটে তাঁর। তারপর এই বিতর্কের আগুনে ঘি পড়ে যখন তিনি মিঠাই টিমের একাধিক সহ-অভিনেতাকে সোশ্যালে আনফলো করেন। তবে এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা দেব। এই নিয়ে দেব কী বলছেন? তাঁর সাফ কথা, 'ওর অহংকার আমার চোখে পড়েনি'। 

সম্প্রতি পুলিশকর্মীদের জন্য 'প্রধান' সিনেমার স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন দেব। সেখানেই দেওয়া এক সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার জানান, 'আমার মনে হয় এটা নিয়ে আমার উত্তর দেওয়া সাজে না। আমার কোনওদিন ওর অহংকার চোখে পড়েনি।' 

দেব বলেন, 'ও বরাবর আমার সঙ্গে ভালো আচরণ করেছে। আমার তরফ থেকে ওর জন্য শুভেচ্ছা। প্রত্যেক মানুষের নিজস্ব ভাবনা-চিন্তা রয়েছে, বোঝার ক্ষমতা রয়েছে। আমার মনে হয়, আমার সঙ্গে কে, কেমন ব্যবহার করছে, সেইভাবেই আমি তাকে চিনব। সেটাই তার পরিচয় হওয়া উচিত।'‌

উল্লেখ্য, এই বিতর্ক প্রসঙ্গে এর আগে সৌমিতৃষা জানিয়েছিলেন, 'আমরা তো আসা যাওয়ার পথে কত হোঁচট খাই, কত ফলো করি, কত আনফলো করি। বাব্বা! এতো ফেমাস আমি, সত্যি বলছি আমি জানি না আমি এত ফেমাস। কোনদিন দেখব আমি কী খাচ্ছি সেটা নিয়েও নিউজ হয়ে গেছে!' 

সৌমিতৃষার কথায়, '‌আমি তো নিজের স্ট্রাগল বেচবো না। বলব না আমি এই কষ্ট করেছি, ওই করেছি, সেটা কোনওদিন বলব না। সবাই কষ্ট করেই এগোয়। আমিও তাই পেয়েছি। যারা কষ্ট করে এগোয়, তাঁদের জীবনে কখনও অহঙ্কার আসে না।' 








‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন