Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে ধর্মতলায় সমাবেশের ডাক মতুয়াদের

 

Motua-Gathering-at-Dharmatala

সমকালীন প্রতিবেদন : ‌ফের নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে আন্দোলনে নামছেন মতুয়ারা। অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের একটি গোষ্ঠীর সংঘাধিপতি মমতাবালা ঠাকুরের নেতৃত্বে আগামী ২৮ ডিসেম্বর ধর্মতলায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মমতা ঠাকুর। 

উল্লেখ্য, দিন কয়েক আগে শান্তনু ঠাকুরের আহ্বানে ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবী করেছিলেন, মতুয়া মহা সংঘের কার্ড নিয়ে মতুয়ারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবেন। আর মতুয়াদের মতো অন্যান্য উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিশেষ প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সেই বক্তব্যকে তীব্র কটাক্ষ করে এদিন ঠাকুরবাড়িতে মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন করে বলেন, '‌একজন মন্ত্রী কি করে এই ধরনের কথা বলেন আমার জানা নেই। আমরা এই দেশের নাগরিক। কোন নথিপত্র দিয়ে আমরা নাগরিকত্ব নেব না। আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে।' 

২০০৩ সালের নাগরিকত্ব আইনের বিরোধীতা করে এদিন তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকারের এই কালা কানুনের প্রতিবাদ জানিয়ে বড়মা বীণাপানি ঠাকুর ধর্মতলাতে সমাবেশ করেছিলেন। আবার অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের পক্ষ থেকে ধর্মতলাতে আগামী ২৮ ডিসেম্বর সমাবেশ করা হবে।'‌  

অন্যদিকে, মমতা ঠাকুরের বক্তব্যের সমালোচনা করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা অল ইন্ডিয়া মতু‌য়া মহা সংঘের আর একটি গোষ্ঠীর সংঘাধিপতি সুব্রত ঠাকুর। 

তিনি বলেন, 'মমতা ঠাকুর না বুঝে এই কথা বলছেন। যেহেতু আগামীতে লোকসভা নির্বাচন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে ফায়দা তোলবার জন্য মমতা ঠাকুরকে দিয়ে এই সমস্ত করাচ্ছেন।'‌

ধর্মতলার ওই সমাবেশে ৫০ হাজার মতুয়া ভক্ত উপস্থিত থাকবেন বলে এদিন সাংবাদিক বৈঠক করে দাবি করেন সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। আর সেই সমাবেশকে সফল করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে মতুয়া মহা সংঘ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন