সমকালীন প্রতিবেদন : আইপিএলের আগে সকলকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে মিচেল স্টার্ককে দলে তুলে নিয়েছে নাইট শিবির। আইপিএলের মিনি নিলামে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছে গৌতম গম্ভীরের নাইট বাহিনী।
আট বছর পর আইপিএলের মঞ্চে তাঁর প্রত্যাবর্তনটা যে এমন রাজকীয়ভাবে হবে, তা নিজেও ভাবতে পারেননি মিচেল স্টার্ক। কিন্তু তাঁকে এত দাম দিয়ে কেন কিনল দল? সেই উত্তর দিলেন মেন্টর গম্ভীর নিজেই।
মঙ্গলবারের নিলামের পর গম্ভীর বলেছেন, 'স্টার্ক আমাদের এক্স-ফ্যাক্টর। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। স্টার্ক এমন একজন বোলার, যে নতুন বলে বল করতে পারে, আবার শেষ দিকের ডেথ ওভারেও বল করতে পারে। একইসঙ্গে স্টার্ক বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে পারে।'
গম্ভীরের কথায়, 'আমাদের দুই ঘরোয়া বোলারের জন্য স্টার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওরা দু’জনেই খুব প্রতিভাবান। এমন একজনকে আমাদের দরকার ছিল যে মাঠে ওদের সাহায্য করতে পারবে। আমাদের হয়ে স্টার্ক ঠিক এই কাজটাই করতে পারবে।'
গম্ভীর আরও বলেন, 'শুধু দক্ষ বোলার হিসাবেই আমরা স্টার্ককে নিইনি। ও বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে পারবে এবং তরুণদের প্রয়োজনীয় সাহায্য করতে পারবে। এ জন্য তো আমাদের খরচা করতেই হতো কারও পিছনে। তাই স্টার্ককে বেছে নেওয়া হয়েছে।'
এছাড়াও, এদিন কলকাতায় প্রত্যাবর্তনের বিষয়েও মুখ খোলেন মেন্টর গম্ভীর। গম্ভীর বলেছেন, 'আমার কাছে কেকেআর শুধু একটা দল নয়। কেকেআর আমার আবেগ। সাত বছর অধিনায়ক থাকার সময় কলকাতার মানুষের কাছে প্রচুর ভালবাসা পেয়েছিলাম।'
গম্ভীর জানান, 'নিজের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করতাম সব সময়। তার প্রতিদান সমর্থকেরা দিয়েছিলেন। সেটাই কেকেআর নিয়ে আমার আবেগের প্রধান কারণ। আশা করি আমরা আবার ২০১২ এবং ২০১৪ সালের স্মৃতি ফিরিয়ে আনতে পারব।'
তিনি বলেন, 'মাঠে নামলেই ম্যাচ জিতব, এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তবে এটুকু নিশ্চিত করতে চাই, আমরা জেতার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব।' আর তেমনটাই হয়তো ঘটতে চলেছে বাইশ গজের যুদ্ধে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন