সমকালীন প্রতিবেদন : বিশ্বকাপ শেষ হতেই বেজে গিয়েছে আইপিএল-এর দামামা। নিলামের আগে দলগুলি নিজেদের শক্তিশালী করতে সেরে নিচ্ছে হোমওয়ার্ক। এদিকে, কেকেআর দলে যোগ দিয়েই দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন গৌতম গম্ভীর।
ইতিমধ্যে চলতি বছর আইপিএলের নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় লকি ফার্গুসন, শাকিব আল হাসান, টিম সাউদির মতো বড় বড় নাম রয়েছে। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। সেখানে কয়েক জন ক্রিকেটার কেনার দিকে নজর রাখবে নাইট রাইডার্স।
প্রথমেই নাইট শিবিরের নজর থাকবে রাচিন রবীন্দ্রর উপর। সদ্য সমাপ্ত বিশ্বকাপের চমক নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। ব্যাট-বল সবেতেই দক্ষ তিনি। তৃতীয় ওপেনার হিসাবে রবীন্দ্রকে কিনতে পারে কেকেআর। তা হলে একজন বোলিং বিকল্পও পাবে দল।
এবার কেকেআর তাদের দলে নিতে পারে ড্যারিল মিচেলকেও। কারণ, বিশ্বকাপে মিচেলও খুব ভাল খেলেছেন। ব্যাট হাতে মিডল অর্ডারে নির্ভরযোগ্য তিনি। কলকাতার মিডল অর্ডারে নীতীশ রানা, শ্রেয়স আয়ার, রিঙ্কু সিংহের পাশে মিচেল থাকলে দল আরও শক্তিশালী হবে।
এবার ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও দলে নিতে পারে নাইটরা। কারণ, কলকাতার দলে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী ছাড়া অভিজ্ঞ স্পিনার নেই। এই শ্রীলঙ্কান প্লেয়ার ব্যাটও ভাল করতে পারেন। তাই তাঁর পিছনেও ছুটতে পারেন গম্ভীরেরা।
দলের বোলিং বিভাগে অনেক বদল করেছে কেকেআর। ছেড়ে দিয়েছে লকি ফার্গুসন, টিম সাউদি, উমেশ যাদবকে। ফলে একজন অভিজ্ঞ ভারতীয় বোলার চাই তাদের।
সেই কাজটি করতে পারেন হর্ষল। ব্যাটও করতে পারেন তিনি। পাশাপাশি, কেকেআরের পুরনো সদস্য প্যাট কামিন্সকেও ফেরাতে পারে নাইট শিবির। তবে সবটাই এখন জল্পনা। আসল খবর মিলবে ১৯ তারিখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন