সমকালীন প্রতিবেদন : আইপিএল ২০২৩ মিনি নিলানের আগে ১২ জন ক্রিকেটারকে রিলিজ করেছে কেকেআর। বাদ পড়ার তালিকায় ছিল একাধিক বড় নাম। এটা দেখে বোঝাই গেছে যে, গৌতম গম্ভীর মেন্টর হয়ে এসে দলকে ঢেলে সাজাতে চাইছেন।
বর্তমানে কেকেআরের হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা। নিলামে এমন ৪ প্লেয়ারকে টার্গেট করতে পারে কেকেআর, যারা নামে নয়, কাজে বড়। তারা কারা? দেখুন। তালিকায় প্রথমেই থাকতে পারেন রাইলি রুশো। দক্ষিণ আফ্রিকার বাম হাতি ব্যাটার রাইলি রুশো টি-২০ দুনিয়ার অন্যতম বিধ্বংসী ব্যাটার।
কেরিয়ারে কুড়ি-বিশের ফর্ম্যাটে ৩১২টি ম্যাচ খেলেছেন তিনি। ৭৯৩৩ রানের মধ্যে তাঁর রানের গড় প্রায় ৩১। টি টোয়েন্টিতে তাঁর শতকের সংখ্যা ৬টি। একাধিক টি-২০ লিগে দাপিয়ে খেলে এবার নাইট শিবিরে আসতে পারেন তিনি।
এবার কেকেআর দলে যোগ দিতে পারেন আফগান ব্যাটসম্যান আজমতুল্লাহ ওমরজাই। ওডিআই বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।
বিশ্বকাপে ৩৫৩ রান করেছেন তিনি, যা গড়ে ৭০.৬ রান। ঠান্ডা মাথায় ব্যাটিং করার পাশাপাশি হাতে বিগ হিটও রয়েছে। ডান হাতে মিডিয়াম পেস বোলিংও করতে পারেন ওমরজাই।
কেকেআর তাদের অলরাউন্ড ক্ষমতা বাড়াতে ইংল্যান্ডের পেসার-অলরাউন্ডার ডেভিড উইলিকে নিয়েও ভাবনা চিন্তা করছে। বাঁ হাতে পেস বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিংয়েও দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন উইলি।
কলকাতার দলে এবার দেখা যেতে পারে জেরাল্ড কোয়েটজিকেও। দক্ষিণ আফ্রিকার এই তরুণ পেসার সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ভাল পারফর্ম করেছেন। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগেও তাঁর সুনাম রয়েছে।
টি-২০ ক্রিকেট স্পেশালিস্টও তিনি। বোলিংয়ের পাশাপাশি প্রোটিয়া তারকার ব্যাটিংয়ে মারের হাতও ভাল। তবে এখন কে কে দলে আসেন, তা বোঝা যাবে নিলামের দিনেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন