Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

‌বনগাঁয় ট্রাকের ধাক্কায় মৃত্যু স্কুটি চালকের

Truck-crash

সমকালীন প্রতিবেদন : ‌বালি বোঝাই বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। শনিবার সাতসকালে এই দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা পাঁচ মাইল এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম গোপাল বিশ্বাস (৩০)। বাড়ি বাগদা থানার বেয়াড়া এলাকায়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে গ্যাঁড়াপোতার দিক থেকে বনগাঁর দিকে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন গোপাল বিশ্বাস। সকাল সাড়ে ৮ টা নাগাদ চাঁদা পাঁচ মাইল এলাকায় আসার পর বনগাঁর দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক তাঁকে ধাক্কা মারে। 

ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান ওই স্কুটি চালক। আর তাতেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে সঙ্গে বিপদ বুঝে ট্রাক ফেলে পালিয়ে যায় ট্রাকের চালক। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

এই ঘটনার পর বনগাঁ–বাগদা সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনগাঁ থানার পুলিশ। রাস্তায় পড়ে থাকা গোপাল বিশ্বাসের মৃতদেহ পুলিশ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকের চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।







 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন