সমকালীন প্রতিবেদন : রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে সচিন তেন্ডুলকরের ৪৯তম ওডিআই শতরানের রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি। স্মরণীয় করে রাখলেন নিজের ৩৫তম জন্মদিন। এদিন ১০১ রানের কোহলির বিরাট ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া।
জবাবে মাত্র ৮৩ রানে অলআউট প্রোটিয়াজরা। বিশ্বকাপের অষ্টম ম্যাচে ২৪৩ রানে জয় পায় ভারত। টিম হোটেলে ফিরে বিসিসিআই কর্তাদের সঙ্গে জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে যোগ দেন বিরাট। তবে কোনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
এদিকে, কোহলির শতরানের পরেই সচিন এক্স প্ল্যাটফর্মে লেখেন, 'দারুণ খেললে বিরাট। ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। তবে আশা করি তোমার ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে কয়েক দিন সময় লাগবে এবং আগামী কিছুদিনের মধ্যেই তুমি আমার রেকর্ড ভেঙে দেবে। শুভেচ্ছা।'
চলতি বিশ্বকাপেই তাঁর ৪৯ শতরানের রেকর্ড ভেঙে যাবে বলে সচিনের আশা। ম্যাচের পর সেরার পুরস্কার তুলে দেওয়ার সময় সঞ্চালক হর্ষ ভোগলে সচিনের শুভেচ্ছার ব্যাপারে জানান কোহলিকে। জবাবে ভারতের কিং কোহলি বলেন, 'আসলে এখনই এত কিছু আমার মাথার মধ্যে ঢুকছে না। আমাদের আদর্শের রেকর্ড স্পর্শ করা, সত্যি বলতে এটা আমার কাছে বিশেষ অনুভূতি।'
তিনি আরও বলেন, 'ব্যাটিংয়ের ব্যাপারে সচিন নিখুঁত একটা উদাহরণ। আমার কাছে এটা খুবই আবেগের একটা মুহূর্ত। আমি জানি কোথা থেকে উঠে এসেছি। ছোটবেলায় ওঁকে টিভিতে দেখার কথা এখনও মনে আছে। ওঁর থেকে এ ধরনের প্রশংসা পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আমি কোনও দিন সচিন হতে পারব না।'
অর্থাৎ, তার কথায় এটা পরিষ্কার যে, শচীনকে নিজের গুরু বলেই ভাবেন কোহলি। তাই গুরুর রেকর্ড ভেঙেও তার ছত্রছায়ায় থাকতেই চান তিনি। এটাই হয়তো একজন মহান ক্রিকেটারের পরিচয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন