সমকালীন প্রতিবেদন : বিশ্বকাপ ক্রিকেটের চুড়ান্ত পর্বের খেলায় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই আগে ব্যাট করছে ভারত। এব্যাপারে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপটেন অধিনায়ক রোহিতের প্রতিক্রিয়া, টসে জিতলে ব্যাটিংই করতেন তাঁরা।
এবারের বিশ্বকাপ ক্রিকেটে প্রথম থেকেই সাফল্যের মুখ দেখেছে ভারতীয় দল। আর সেই সাফল্যের পথ ধরে আজ ফাইনাল ম্যাচে অষ্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। আর এই দৃশ্য নিজের চোখে দেখতে এবং উপভোগ করতে কার্যত কানায় কানায় পূর্ণ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
দুপুর ১২টা নাগাদই ভারতীয় দল হোটেল থেকে বেড়িয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দেয়। স্টেডিয়ামে পৌঁছেই গা ঘামানো শুরু করেছেন বিরাট কোহলিরা। মাঠে নেমে যায় অস্ট্রেলিয়া দলও। পাশাপাশি, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছেন হাজার হাজার সমর্থক।
উল্লেখ্য, দেড় মাসের বিশ্বকাপ ক্রিকেটের উৎসবের আজ দশমী। টানা ম্যাচ জিতে সেমিফাইনাল এবং তারপর ফাইনালের মঞ্চে প্যাট কামিন্সের দল। শেষ পর্যন্ত আজ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। দলগত পারফরম্যান্স নয় বরং অজিদের জয় অনেকটাই নির্ভর করছে ব্যক্তিগত নৈপুণ্যের ওপর।
অন্যদিকে, ভারতের ওয়ার্ল্ড কাপ অভিযান সেই তুলনায় অনেকটাই মসৃণ। কোনও কঠিন ম্যাচ জিততে হয়নি। দলগতভাবে ভারত প্রত্যেক ম্যাচে পর্যুদস্ত করেছে বিপক্ষকে। ভয় কাপানো জয় পেয়েছে টিম ইন্ডিয়া।
সেই ফর্মের বিচারেই ভারতের ট্রফি জয় এখন শুধু সময়ের অপেক্ষা এমনই মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। পিচ শুকনো। রোল করা হলেও বল স্পিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন পিচ রিপোর্টে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন রবি শাস্ত্রী।
ইতিমধ্যেই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, কপিলদেবরা। মহারণের দিকে নজর গোটা বিশ্বের। রোহিত শর্মা নাকি প্যাট কামিন্স ইতিহাসের পাতায় উঠবে কার নাম, এখন তার দিকেই নজর গোটা বিশ্বের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন