Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

‌গাইঘাটায় হেরোইন তৈরির কারখানার হদিশ

Heroin-factory

সমকালীন প্রতিবেদন : ‌এবার হিরোইন কারখানার হদিস মিলল গাইঘাটা থানার অন্তর্গত বিষ্ণুপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে হানা দেয় এসটিএফ এর একটি তদন্তকারী দল। দিনভর চলে জিজ্ঞাসাবাদ। উদ্ধার হয় হেরোইন তৈরির একাধিক সরঞ্জাম সহ কাঁচামাল। 

এসটিএফ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রমরমিও হিরোইন তৈরির কারখানা চালিয়ে যাচ্ছিল গাইঘাটা থানার অন্তর্গত বিষ্ণুপুরের বাসিন্দা কাকলি রায়। তবে স্থানীয়দের দাবি, এই বাড়ির মধ্যে যে হেরোইন তৈরির কারবার চলে, তা তারা একবারের জন্যও এতোদিন টের পান নি। 

এদিন এসটিএফ ওই বাড়িতে হানা দেওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দিনভর তল্লাশির পর রাতে বাড়ি ছাড়েন এসটিএফের আধিকারিকরা। আটক করা হয় চারজনকে। তাদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ। 

তবে বাড়ির মধ্যে থেকে কতটা হেরোইন ও কাঁচামাল উদ্ধার করতে পেরেছেন এসটিএফ এর আধিকারিকরা সেই বিষয়ে মুখ খুলতে রাজি হননি তারা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখছেন এসটিএফ এবং গাইঘাটা থানার পুলিশ আধিকারিকেরা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন