Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

১২ দফা দাবিতে আন্দোলনে ল–ক্লাকরা

 

Lawclearks-in-the-movement

সমকালীন প্রতিবেদন :‌ নিজেদের দাবির সমর্থনে আন্দোলনে নামলেন ল–ক্লাকরা। শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বনগাঁতেও এই আন্দোলন সংগঠিত হল। মোট ১২ দফা দাবির সমর্খনে এই আন্দোলনে নেমেছেন তাঁরা।

পশ্চিমবঙ্গ ল–ক্লার্কস অ্যাসোসিয়েশনের বনগাঁ শাখার সভাপতি গৌরহরি দে এসম্পর্কে জানালেন, সরকার অনুমোদিত ল–ক্লাকরা তাঁদের কাজের প্রয়োজনে সরকারি দপ্তরে গেলে তাঁদেরকে দালাল হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

পাশাপাশি, যারা সত্যিকারের দালাল তাদেরকে অগ্রাধিকার দিচ্ছেন সরকারি দপ্তরের আধিকারিকেরা। এর ফলে কাজের সমস্যা হচ্ছে। এরই বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ল–ক্লাকরা।

এই ধরনের মোট ১২ দফা দাবির সমর্থনে এদিন বনগাঁর বাটা মোড়ে বেশ কিছুক্ষণ আইন অমান্য করেন ল–ক্লাকরা। পরে তাঁরা মিছিল করে আদালত পর্যন্ত আসেন। এদিনের আন্দোলনের মাধ্যমে তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন বলে জানিয়েছেন। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন