Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় বিপুল শূন্যপদ, আগ্রহীরা আবেদন করুন

 

Huge-vacancies-in-SBI

সম্পদ দে : দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ব ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার তারা নিয়ে এসেছে বিপুল চাকরির সুযোগ। সংশ্লিষ্ট ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে, SBI অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ অনুসারে এবার অ্যাপ্রেন্টিস পদের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। 

এখানে আবেদনে উৎসাহী প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। SBI অফিসিয়াল ওয়াবসাইট - sbi.co.in-এর মাধ্যমে আবেদন করতে পারেন। ২০২৩ সালের অক্টোবর বা নভেম্বর মাসে অনলাইনে পরীক্ষা এবং স্থানীয় ভাষায় পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। সুতরাং, এই বিরাট সুযোগ চাকরি প্রার্থীদের গ্রহণ করা উচিত। 

জানা যাচ্ছে- 

 * মোট শূন্যপদের সংখ্যা - ৬ হাজার ১৬০ টি।

*  শিক্ষাগত যোগ্যতা - একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক হতে হবে।

* বয়স - গত ১ অগাস্ট, ২০২৩ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে।

* বেতন - অ্যাপ্রেন্টিস পদে কাজের সময়কাল হল ১ বছর। পাশাপাশি, প্রার্থীরা এক বছরের জন্য প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন পাবেন।

* আবেদনের ফিস - সাধারণ/ওবিসি/ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা দিতে হবে। পাশাপাশি, এসসি/এসটি/পিডব্লিউবিডি প্রার্থীদের এই ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 * আবেদনের পদ্ধতি - on line আবেদনের জন্য কয়েকটি স্টেপ অতিক্রম করতে হবে।

১) সবার আগে প্রার্থীদের অনলাইনে nsdcindia.org/apprenticeship বা apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে।

২) তারপর 'কারেন্ট ওপেনিংস'‌ পোর্টালে গিয়ে মনোযোগ সহকারে আবেদনপত্রটি পূরণ করুন। সেখানে ডেটা ভালোভাবে মিলিয়ে নিয়ে ডকুমেন্টস আপলোড করে জমা দিন।

৩) এরপরে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে আবেদন ফি প্রদান করুন।

৪) অবশেষে লেনদেন সফলভাবে সম্পন্ন হলে, ফি ডিটেলস সহ ই-রসিদ এবং আবেদনপত্রটি রেকর্ডের জন্য প্রিন্ট করা যেতে পারে।

* যে গুরুত্বপূর্ণ তারিখগুলো স্মরণে রাখতে হবে, তা হলো -

১) অনলাইন রেজিস্ট্রেশন শুরু- ১ সেপ্টেম্বর, ২০২৩।

২) রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০২৩।

৩)  আবেদনের বিবরণ সংশোধন করার শেষ তারিখ- ২১ সেপ্টেম্বর, ২০২৩।

৪)  আবেদন প্রিন্ট করার শেষ তারিখ- ৬ অক্টোবর, ২০২৩।

 ৫) আবেদন ফি প্রদানের তারিখ-১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩।

উপযুক্ত প্রার্থীরা সমস্ত নিয়ম মেনে ভারতের এই বৃহত্তর ব্যাংকে আবেদন করুন।‌‌





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন