Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

দু:‌স্থদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

 

Beside-the-poor

সমকালীন প্রতিবেদন : ‌উত্তর ২৪ পরগনার গোবরডাঙার ইচ্ছে উড়ান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দরিদ্র শিশু–কিশোরদের হাতে নতুন পোষাক তুলে দেওয়া হল। একই সঙ্গে এদিন ওই দরিদ্র পরিবারগুলির সঙ্গে দুপুরের আহার গ্রহণ করলেন সংস্থার কর্মীরা।

গত বেশ কয়েক বছর ধরে নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে গোবরডাঙার এই সংস্থা। রবিবার সংস্থার সদস্যরা পৌঁছে গিয়েছিলেন গোপালনগরের নহাটা এলাকায়। এদিন সেখানকার প্রান্তিক পরিবারের ১০০ জন বাচ্চার হাতে নতুন পোষাক তুলে দেওয়া হয়।

পুজোর মুখে নতুন পোষাক পেয়ে খুশি ছোট ছোট ছেলেমেয়েরা। নতুন পোষাকের পাসাপাশি তাদের হাতে পড়াশোনার সামগ্রীও তুলে দেওয়া হয়। একই সঙ্গে ওই বাচ্চা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের আহার সারেন সংস্থার সদস্যরা। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন