Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

২০ ফুটের অজগর সাপ উদ্ধার

 

সমকালীন প্রতিবেদন : ‌ছোট একটি বাগান। আর তার ভেতর থেকে উদ্ধার হল বিশালাকার একটি অজগর সাপ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিশালাকার ওই অজগর সাপটি উদ্ধার করলেন বন দপ্তরের কর্মীরা। ঘটনাটি জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার।

‌জানা গেছে, দক্ষিণ ধুপঝোরার মনশ্বরপাড়ায় ভোলা রায়ের ছোট একটি চা বাগান রয়েছে। এদিন স্থানীয় বাসিন্দারা ওই চা বাগানে বিশালাকার একটি অজগর সাপকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ সেখানে ভিড় জমান। খবর দেওয়া হয় বন দপ্তরে। 

এরপর স্থানীয় মানুষদের সহযোগিতায় প্রায় ২০ ফুট লম্বা বিশালাকার ওই অজগর সাপটিকে ধরা হয়। বন দপ্তরের কর্মীরা সাপটির শারীরিক পরীক্ষা করে দেখেন যে, সেটি শারীরিকভাবে সুস্থ আছে। আর তারপর সেটিকে এদিনই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, অজগর সাপটি একটি গোটা ছাগলকে খেয়ে ফেলেছে। এর আগেও ওই এলাকা থেকে একাধিক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। তবে এত বড় আকারের আজগর সাপ এবারই প্রথম বলে তারা জানিয়েছেন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন