Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

‌বনগাঁ প্রেস ক্লাবের নতুন কমিটি, নিজস্ব ভবন

Bonga-press-club

সমকালীন প্রতিবেদন : বনগাঁ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হলো. একইসঙ্গে প্রেস ক্লাবের ‌নিজস্ব ভবনের উদ্বোধন হলো। এখন থেকে সংবাদ সংক্রান্ত প্রয়োজনে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এমনকি সাধারণ মানুষ এই ভবনেই যোগাযোগ করতে পারবেন।

প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সম্পাদক করা হয়েছে নির্মাল্য প্রামাণিক (‌চিত্র সাংবাদিক)‌ কে। সভাপতির দায়িত্ব পেয়েছেন নিরুপম সাহা (‌সাংবাদিক, আজকাল পত্রিকা)‌। 

এছাড়াও নির্বাহী কমিটিতে রয়েছেন সাংবাদিক অলক বিশ্বাস, নারায়ণ মন্ডল, দীপক সিকদার, কুমারেশ হালদার, সোমনাথ মজুমদার, শুভঙ্কর দাস, জ্যোতির্ময় চক্রবর্তী, কার্তিক সাহা, অনিরুদ্ধ কীর্তনীয়া, পপ আচার্য, উৎসব মন্ডল, সুশান্ত ঘোষ, নীরেশ ভৌমিক, সোমনাথ পাল এবং এম এ হাকিম।

বনগাঁ প্রেস ক্লাবের নবনিযুক্ত সম্পাদক নির্মাল্য প্রামানিক জানিয়েছেন, এখন থেকে যে কোনও রাজনৈতিক দল কিম্বা সামাজিক সংগঠন সাংবাদিক সম্মেলন করতে চাইলে শর্তসাপেক্ষে প্রেস ক্লাবের নিজস্ব ভবন ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, বনগাঁ প্রেস ক্লাবের নবনির্মিত এই ভবন নির্মাণে সহযোগিতা করেছে বনগাঁ পুরসভা। এর জন্য বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠকে ধন্যবাদ জানিয়েছেন বনগাঁ প্রেস ক্লাবের সদস্যরা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন