Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

মাত্র ২ বছর বয়সেই নাম উঠলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

 ‌

The-record-was-only-2-years-old

সমকালীন প্রতিবেদন : ‌শুধু মেধা আর স্মরণশক্তির জোরে মাত্র ২ বছর ২ মাসে ভারত খ্যাত হয়ে উঠলো  দুর্গাপুরের অভিমন্যু। এই বয়সেই ঠৌঁঠস্থ সব রাজ্যের রাজধানী-সহ আরও কত কী। আর এই মেধার জেরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল দুর্গাপুরের অভিমন্যু নন্দী। 

দুর্গাপুরের বিধাননগরের জোনাল মার্কেট কলোনির বাসিন্দা অভিমন্যু নন্দী। তার বাবা সঞ্জয় নন্দী ও মা সুস্মিতা নন্দী। বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, যখন থেকে কথা বলতে শিখেছে, তখন থেকেই অভিমন্যুর স্মৃতিশক্তি প্রখর। সব মনে রাখতে পারে সে। 

এখনও আধো আধো কথা বলে। কিন্তু তার মধ্যেই বলতে পারে কঠিন কঠিন শব্দ। শুধু তাই নয়, এখন অভিমন্যু শিখছে পৃথিবীর বিভিন্ন দেশ ও তাঁর রাজধানীর নাম। মাত্র ১০ মিনিটে প্রায় ৯৮ টি নাম অবলীলায় বলেই বাজিমাত করেছে খুদে। সকলেই বিস্মিত অভিমন্যুর কীর্তিতে।

ইতিমধ্যেই বাড়িতে পৌঁছেছে শংসাপত্র। যদিও এই শংসাপত্রের গুরুত্ব বোঝার মতো বয়স হয়নি খুদের। কিন্তু মা, বাবা জানেন যে ছেলে বিরল প্রতিভার অধিকারী। তাই আগামীদিনে ছেলে আরও নাম উজ্জ্বল করুক, এটাই কামনা নন্দী দম্পতির।





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন