সমকালীন প্রতিবেদন : একই দিনে একই থানা এলাকা থেকে দুটি মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটলো। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হাড়োয়া থানার বিদ্যাধরী সেতু সংলগ্ন নদী খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের এবং চারাবাড়ি এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটনা। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যাধরী সেতু সংলগ্ন এলাকার পশ্চিম দিকে বিদ্যাধরী নদীতে এদিন একটি পচা গলা দেহ ভাসতে দেখেন মাঝিরা।
তারাই এরপর খবর দেন হাড়োয়া থানায়। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা জানিয়ে দেন যে, ওই ব্যক্তির ৩৬ থেকে ৪০ ঘন্টা আগেই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
অন্যদিকে, চারাবাড়ি এলাকায় বছর ৪০ বছরের মহাদেব মন্ডল নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে হাড়োয়া থানার পুলিশ। মৃতদেহ এরপর হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন