Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৭ জুলাই, ২০২৩

দিঘায় উঠলো ২৩ কেজি ওজনের তেলিয়া ভোলা

 ‌‌

Telia-Bhola

সমকালীন প্রতিবেদন : ‌বর্ষার শুরুতেই অনেকটা ভাগ্য ফিরেছে মৎস্যজীবীদের। একদিকে গভীর সমুদ্র থেকে ধরা পরছে টন টন ইলিশ, আবার জালে উঠে আসছে বেশ বড়ো সাইজের তেলিয়া ভোলা, কখনোবা বড়ো হাঙর। বাজারে বিকোচ্ছে বেশ ভালো দামে। স্বাভাবিক কারণেই খুব খুশি মৎস্যজীবীরা। 

জানা গেছে, দিঘায় আবারও বৃহৎ আকৃতির তেলিয়া ভোলা মাছ উঠল মৎস্য নিলাম কেন্দ্রে। বৃহৎ আকৃতির মাছের দাম ছাড়ালো প্রায় ২ লক্ষ টাকার বেশি। একদিকে মরশুমের ইলিশ, অন্যদিকে তেলিয়া ভোলা মাছ– সব মিলিয়ে দিঘায় এখন মৎস্যজীবীদের মধ্যে খুশির হাওয়া। 

এর আগেও চলতি মরসুমের প্রথম দিকে দিঘায় পরপর দু’দিন তেলিয়া ভোলা মাছ উঠেছিল। সেবার একসঙ্গে বেশ কয়েকটি ধরা পড়েছিল মৎস্যজীবীদের জালে। কিন্তু এদিন একটিমাত্র তেলিয়া ভোলা মাছ ধরা পড়েছে। এই বিশালাকৃতি মাছ প্রচুর টাকা এনে দিয়েছে মৎস্যজীবীদের।

এর আগে বেশ কিছুদিন মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি ছিল। সেই ব্যান পিরিয়ড পেরিয়ে এক মাসের বেশি সময় ধরে সমুদ্রে মাছ শিকার করছেন মৎস্যজীবীরা। এবার ইলিশ উঠছে ঝাঁকে ঝাঁকে। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ১০০ টনের বেশি ইলিশ মাছ উঠেছে। 

এর পাশাপাশি, পমফ্রেট সহ অন্যান্য মাছ ধরা পড়েছে প্রচুর পরিমাণে। সেই সঙ্গে বৃহৎ আকৃতির হাঙর,  শংকর সহ তেলিয়া ভোলা মাছ দেখা গেল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। তেলিয়া ভোলা মূলত গভীর সমুদ্রের মাছ। ফলে সব ট্রলারে এই মাছ ধরা পড়ে না। 

: ‌এই খবরের ভিডিও প্রতিবেদন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন :

এই মাছের পটকায় ঔষধি গুন থাকার কারণে এই মাছের দাম বেশি হয়। এদিন যে মাছটি ধরা পরেছে, তার ওজন প্রায় ২৩ কেজি। মাছটি ২ লক্ষ টাকার বেশি দামে কিনে নেয় কলকাতার এক মৎস্য বিক্রেতা সংস্থা। মাছটি স্ত্রী প্রজাতির হওয়ায় দাম কিছুটা কম হয়েছে। কারণ, স্ত্রী প্রজাতির মাছের পটকা দৈর্ঘ্যে ছোট হয়। 

প্রসঙ্গত, তেলিয়া ভোলা, ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের বিপুল পরিমাণ আমদানি মৎস্যজীবীদের মুখে হাসি ফুটিয়েছে। তেলিয়া ভোলা মাছের পটকা বিপুল দামে বিক্রি হয়। ফলে আবার নতুন উদ্যোগে শুরু হয়েছে মৎস্য শিকার।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন