Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২২ জুলাই, ২০২৩

বনগাঁয় ‌ইছামতী নদী থেকে এবারে এক মহিলার মৃতদেহ উদ্ধার

Ichamati-River

সমকালীন প্রতিবেদন : ‌ফের ইছামতী নদী থেকে মৃতদেহ উদ্ধার হল। এবারে যার দেহ উদ্ধার হল, তিনি একজন মহিলা। শনিবার সকালে বনগাঁর বসাকপাড়া এলাকায় ইছামতী নদী থেকে এই দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বসাকপাড়া স্নানের ঘাটে স্নান করতে আসেন স্থানীয়রা। আর তখনই দূর্গন্ধ পান তাঁরা। নদীতে একজন সাঁতারও কাটছিলেন। তিনিই প্রথম লক্ষ্য করেন যে, নদীতে একটি মৃতদেহ ভাসছে।

বিষয়টি সম্পর্কে আর একটু ভালোভাবে বুঝতে ওই ব্যক্তি সাঁতার কেটে আরও কিছুটা এগিয়ে যান। তখন তিনি দেখেন, দেহটি একজন মহিলার। এরপরই বনগাঁ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠায়।

উল্লেখ্য, গত বুধবার বনগাঁ থানা সংলগ্ন ইছামতী নদীর ঘাট থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়। আর তারপর আজ ফের আরও একজন মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। তবে এখনও পর্যন্ত মহিলার পরিচয় জানা যায় নি।


: ‌এই খবরের ভিডিও প্রতিবেদন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন :






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন