Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ জুলাই, ২০২৩

গাইঘাটায় সিপিএম প্রার্থীর প্রতীকে ভুল, বন্ধ থাকলো ভোটগ্রহণ

Error-in-candidate-symbol

সমকালীন প্রতিবেদন : ‌ভোটগ্রহণ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর ধরা পড়ল ভুল। দেখা গেল, ব্যালট পেপারে প্রার্থীর প্রতীক ভুল ছাপা হয়েছে। এই পরিস্থিতিতে বন্ধ রাখা হল ভোটগ্রহণ। প্রায় আড়াই ঘন্টা পর নতুন ব্যালটে ফের চালু হয় ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের একটি বুথের ঘটনা।

জানা গেছে, গাইঘাটা ব্লকের ফুলসরা গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা ঢাকাপাড়ার ১২৭ নম্বর বুথে এদিন নির্ধারিত সময়েই ভোটগ্রহণ পর্ব শুরু হয়। প্রায় ৩৫ টি ভোট পরে যাওয়ার পর ধরা পরে যে, এই এলাকার গ্রাম পঞ্চায়েত স্তরের যিনি সিপিএম প্রার্থী রয়েছেন, ব্যালট পেপারে তাঁর প্রতীক ভুল ছাপা হয়েছে।

এই ঘটনা জানাজানি হতেই গোলমাল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে তখন সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। খবর দেওয়া হয় বিডিও অফিসে। সেখান থেকে নতুন করে ব্যলট পেপার আনানো হয়। 

অবশেষে প্রায় আড়াই ঘন্টা পর নতুন করে ভোটগ্রহণ শুরু হয়। ভুল ব্যালটে যারা ভোট দিয়েছিলেন, তাদেরকে বাড়ি থেকে ডেকে এনে ফের তাদের ভোট দেওয়ানোর ব্যবস্থা করা হয়। যদিও এই বুথে ভোটগ্রহণের সঙ্গে যুক্ত কোনও কর্মীই এব্যাপারে কোনও মন্তব্য করতে চান নি।




: ‌এই সংক্রান্ত ভিডিও প্রতিবেদন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন :




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন