সমকালীন প্রতিবেদন : নির্বাচনে জয়লাভের জন্য অদ্ভুত পন্থা অবলম্বন করলেন তৃণমূল প্রার্থী। সিপিআইএম প্রার্থীর ব্যালট পেপার খেয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এমন কাণ্ডে হতবাক গোটা রাজনৈতিক মহল।
জানা গেছে, আজ উত্তর ২৪ পরগনার হাবরার ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের গণনা যখন চলছিলো, দেখা যায় সেই সময় সিপিআইএমের প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার চার ভোটে জিতেছিলেন।
অভিযোগ, ঠিক সেই সময় তৃণমূলের প্রার্থী মহাদেব মাটি কাউন্টিং হলের ভেতরে ঢুকে সিপিআইএম প্রার্থীর ২৫ টি ব্যালটের একটি বান্ডিল থেকে অর্ধেক ছিড়ে সেই ব্যালট খেয়ে নেন। বাকিটা ছড়িয়ে ফেলে দেন।
এই ঘটনার কিছুক্ষণ পরেই দেখা যায়, তৃণমূলের প্রার্থী মহাদেব মাটি ৪৪ ভোটে জয়লাভ করে বেরিয়ে যান। এমন নজিরবিহীন ঘটনায় অবাক ভোট কর্মীরাও।
অন্যদিকে এই ঘটনায় জয়ী তৃণমূল প্রার্থী মহাদেব মাটি বেশ উচ্ছসিত। ভোটে জেতার জন্য বিরোধী পক্ষের প্রার্থীর ব্যালট পেপার খেয়ে নেওয়ার এমন নজির সম্ভবত রাজ্য তথা দেশের মধ্যে এই প্রথম। ভোটে জেতার জন্য এমন কৌশল অবলম্বন করায় নিন্দার ঝড় উঠেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন