Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৯ জুন, ২০২৩

বাঘের ত্রাসে সন্ধেতেই বন্ধ হচ্ছে ঘরের দরজা

 

Fear-of-the-tiger

সমকালীন প্রতিবেদন : ‌এর আগেও একাধিকবার চিতাবাঘের দেখা পাওয়া গিয়েছিল। এবার আবার নতুন করে ত্রাস তৈরি হয়েছে। মাটিতে দেখা গেছে স্পষ্ট করে কোনও শ্বাপদের পায়ের ছাপ। স্থানীয় মানুষেরা বেশ কিছু পায়ের ছাপ দেখতে পান এলাকার বিভিন্ন অংশে। এছাড়াও অজানা জন্তুর আক্রমণে বেশ কিছু গবাদি পশুর আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটে ওই এলাকায়। 

ঘটনাটি কোচবিহারের দেওয়ানবস চড়কেরকুঠি এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। এইসমস্ত ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান বন দপ্তরের আধিকারিকেরা। তবে এখনও পর্যন্ত কোনো জন্তুর খোঁজ পাওয়া যায়নি। 

তবে এলাকার মানুষ সন্ধের পরে আর বাইরে বের হচ্ছেন না। সদর দরজাও বন্ধ রাখছেন। সকলের মধ্যে একটা ভয়ার্ত ভাব। এলাকার এক বাসিন্দা জানান, '‌বেশ কিছুদিন ধরেই এলাকায় কোনও অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাচ্ছিলাম আমরা।' 

তবে এদিন এলাকার বেশ কিছু গবাদি পশুর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। তখন এলাকার এক ব্যক্তি চিতাবাঘের মতো একটি প্রাণীকে দেখতে পান এলাকায়। তারপর থেকেই গোটা এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পাঠানো হয় বন দপ্তরের কাছে। তবে বন দপ্তরের কর্মীরা এলাকায় এসে কোনও বাঘের চিহ্ন খুঁজে পাননি। 

তবে দপ্তরের কর্মীরা এলাকার মানুষকে সাবধানে থাকার নির্দেশ দিয়েছেন। কোচবিহার বনদপ্তরের এক আধিকারিক জানান, '‌কোচবিহারের দেওয়ানবস চড়কেরকুঠি এলাকায় বেশ কিছুদিন ধরেই স্থানীয় মানুষেরা অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাচ্ছিলেন। তবে এদিন বেশকিছু গবাদি পশুর আক্রান্ত হওয়ার খবর আসে আমাদের কাছে।' 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন