সমকালীন প্রতিবেদন : সাইকেল এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। গুরুতর জখম হলেন তিন মোটরবাইক আরোহী। শনিবার এই দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার কুড়ুলিয়া বাজার এলাকায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বাগদা থানার বয়রার দিক থেকে একটি মোটর বাইকে করে তিন যুবক বনগাঁর দিকে যাচ্ছিলেন। তাঁদের বাইকেরগতি যথেষ্ট বেশি ছিল। কুড়ুলিয়া বাজার এলাকায় আসার পর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে পেছন দিক থেকে ধাক্কা মারে।
প্রচন্ড আঘাতে সাইকেল আরোহী এবং মোটর বাইকে থাকা ৩ যুবক রাস্তার উপর ছিটকে পরেন। এই ঘটনায় প্রত্যেকেই জখম হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই তাঁদেরকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সাইকেল আরোহীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মৃত ব্যক্তির নাম ছবুর খাঁ। তিনি বাগদার হরিহরপুর এলাকার বাসিন্দা। মোটর বাইকে থাকা সৌমেন দে, বিশাল কুন্ডু, ইন্তাজুল মন্ডল নামে তিন যুবককে গুরুতর আহত অবস্থায় পরে বাগদা থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত তিন যুবকের বাড়ি গোপালনগর থানা এলাকায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন