সমকালীন প্রতিবেদন : চালের গুদামে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুরের এই ঘটনায় চাল গুদামের বেশ কিছু পণ্য ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাইঘাটা থানার কলাসিমা বাজার সংলগ্ন জনবহুল এলাকায় একটি চালের গুদাম রয়েছে। সেখানে প্রচুর চালের বস্তা মজুত করে রাখা ছিল। এদিন দুপুরে গুদামের কর্মীরা খেতে যান। আর তখনই এই আগুন লাগার ঘটনা ঘটে।
গুদামের কর্মী শিবু দে, স্থানীয় বাসিন্দা পরেশ দাসের জানান, গুদামের পাশেই একটি বিদ্যুতের ট্রান্সফর্মার রয়েছে। সম্ভবত সেই ট্রান্সফর্মার থেকে আগুনের ফুলকি ছুটে এসে গুদামে আগুন লেগে যায়। গুদামের মধ্যে যেহেতু বস্তাবোঝাই চাল চিল, তাই আগুন সহজে ছড়িয়ে পরে।
আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় হাবড়ার দমকল বাহিনীকে। সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে হাজির হয়। দমকল বাহিনীর প্রচেষ্টায় অবশেষে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন