Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

বাগদায় ‌তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান

 

Left-Trinamool-and-joined-Congress

সমকালীন প্রতিবেদন : ‌তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন ১৯ জন কর্মী৷ বৃহস্পতিবার বিকেলে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দলে যোগদান করালেন কংগ্রেস নেতারা৷

বনগাঁর প্রবীণ কংগ্রেস নেতা কৃষ্ণপদ চন্দ্র দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বলেন 'নাটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে আমাদের যে সমস্ত কর্মীরা তৃণমূলে চলে গিয়েছিলেন, তাঁরা তৃণমূলের অপশাসন এবং বিজেপির বিরুদ্ধে পথে নামতে কংগ্রেসে ফিরে এলেন৷' 

কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস দেশ জুড়ে যেভাবে আন্দোলন সংগঠিত করছে, তাতে মানুষ বুঝতে পারছেন যে, কংগ্রেস ছাড়া এই দেশ সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। এভাবেই কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়ায় মানুষ ফের কংগ্রেসমুখী হচ্ছেন।

কংগ্রেসের দাবি, আরও প্রায় ১০০ জন তৈরি রয়েছেন। রমজান মাস চলার কারণে এদিন তাঁরা আসতে পারেন নি৷‌ এদিন যোগদান পর্ব শেষে নাটাবেড়িয়া বাজার এলাকায় একটি মিছিল করেন বাম-কংগ্রেস নেতাকর্মীরা৷

কংগ্রেসে যোগদানকারী এক কর্মী এদিন জানান, '‌তৃণমূলের নিচু স্তর থেকে উচু স্তর পর্যন্ত যেভাবে দুর্নীতিতে যুক্ত, তাতে এই দলের প্রতি ভক্তি, শ্রদ্ধা উঠে যাচ্ছে। আর তাই নিজেদের পুরনো দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আগামীদিনে আরও মানুষ কংগ্রেসে যোগ দেবেন।'

তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদানের বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা কঙ্কন হালদার দাবি করেন, '‌খোঁজ নিয়ে জানতে পেরেছি, এদিন যারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করছেন, তারা কেউই তৃণমূল কর্মী নন। নিজেরা তৃণমূল কর্মী হিসেবে দাবি করছেন।'





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন