Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৪ মার্চ, ২০২৩

বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে উন্মাদনা আদালত চত্বরে

 

শম্পা গুপ্ত :‌ সরকারি সফরে পুরুলিয়া এসে জেলা আদালত পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। শনিবার আদালত চত্বরে একটি পরিশোধিত পানীয় জল সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন তিনি। 

আদালত চত্বর পরিদর্শন করার পাশাপাশি এদিন পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের দপ্তরেও যান তিনি। কথা বলেন আইনজীবীদের সঙ্গেও। আদালত চত্বরে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এসেছেন– এই খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখার জন্য আদালত ভিড় জমান আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। 

বিচারপতি গাঙ্গুলির আগমনের খবর পেয়ে চলে আদালত চত্বরে হাজির হন বেশ কয়েকজন টেট উত্তীর্ণ চাকরি না পাওয়া প্রার্থীও। তাঁরা কথা বলার চেষ্টা করলেও পুলিশি প্রহরা ভেদ করে বিচারপতির কাছে যাওয়া দুষ্কর হয়ে পরে তাদের। 

তবে এক প্রার্থী বিচারপতি গাঙ্গুলির কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা বলতে পেরেছেন বলে দাবী করেন। বিচারপতি তাঁদের কথা শুনেছেন বলে জানান চাকরি প্রার্থীরা। তবে এদিন সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করতে চাননি বিচারপতি গাঙ্গুলি। তিনি শুধু বলেন, প্রশাসনিক কাজে তিনি পুরুলিয়ায় এসেছেন। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন