Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৪ মার্চ, ২০২৩

কেরোসিন তেল মজুত করা গুদামে আগুন বনগাঁয়

 

Godown-fire=in-Bangaon

সমকালীন প্রতিবেদন : কেরোসিন তেল মজুত করা গুদামে আচমকা আগুন লাগার ঘটনা ঘটলো। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ চেহার নেয়। আগুন লাগার সময় প্রচন্ড শব্দে কিছু ফাটার ঘটনাও ঘটে। যদিও দমকল বাহিনীর প্রচেষ্টায় দ্রুত আগুন আয়ত্তে আসে। শুক্রবার গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বনগাঁর মতিগঞ্জ এলাকায়।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ আচমকাই আগুন লেগে যায় বনগাঁর মতিগঞ্জের ইছামতী বাস টার্মিনাস সংলগ্ন একটি গুদাম ঘরে। স্থানীয়রাই প্রথমে এই আগুন লাগার ঘটনা টের পান। তাঁরাই ছুটে গিয়ে দমকল দপ্তরে খবর দেন। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। 

দমকল বাহিনী পৌঁছানোর আগে আগুন ভয়াবহ চেহারা নেয়। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পরেন এলাকার মানুষ। আগুন লাগার খবর ছড়িয়ে পরতেই ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বাসিন্দারা। আশপাশে আরও কয়েকটি দোকানঘর থাকায় আরও বেশি আতঙ্ক ছড়ায়।

আগুন নেভানোর জন্য দুটি ইঞ্জিন এলেও একটি ইঞ্জিনকে কাজে লাগানো হয়। দমকল কর্মীদের মিনিট ১৫ এর চেষ্টায় আগুন আয়ত্তে চলে আসে। এর ফলে আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পরতে পারে নি। অল্প সময়ের মধ্যে আগুন আয়ত্তে আসায় স্বস্তি ফেরে স্থানীয়দের মধ্যে।

আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে হাজির হন বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ। ছুটে আসেন দলের নীলদর্পণ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কো–অর্ডিনেটর আনিসুর জামান মন্ডল এবং তাঁর সহকর্মীরা। আগুন লাগার বিষয়ে পুরপ্রধান জানান, আগুনে একটি গুদামঘর পুড়ে গেছে। এছাড়া বড় কোনও ক্ষতি হয়নি। 

এদিন কিভাবে ওই গুদামে আগুন লাগলো, তার কারণ এখনও জানতে পারেন নি দমকল কর্মীরা। তবে ওই গুদামে কেরোসিন তেলের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। পাশাপাশি, দমকল কর্মীরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন